পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fraud Case: সাড়ে 3 কোটির করফাঁকির নোটিস, হতভম্ব রিকশাচালক - Fraud

প্রথমে করফাঁকির অভিযোগই বোধগম্য হয়নি প্রতাপের । সাড়ে 3 কোটির অঙ্ক শুনে ভিরমি খান তিনি । সেই ধাক্কা সামলে রবিবার থানায় ছুটে যান । তাঁর নাম ভাঙিয়ে কেউ জালিয়াতি করে থাকবে বলে অভিযোগ দায়ের করেন তিনি ।

uttar-pradesh-rickshaw-puller-gets-tax-evasion-notice-of-rs-3-and-half-crore
সাড়ে 3 কোটির করফাঁকির নোটিস পেলেন রিকশাচালক

By

Published : Oct 25, 2021, 3:56 PM IST

মথুরা, 25 অক্টোবর: রিকশা টেনে কোনও রকমে সংসার চলে । সেই তিনিই নাকি সাড়ে 3 কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন । শুনেই মাথায় হাত উত্তরপ্রদেশের এক ব্যক্তির । আয়কর দফতরের নোটিস পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি । আর তাতেই সামনে এল জালিয়াতি চক্রের কারসাজি ।

মথুরার বাকলপুরের ঘটনা । এলাকা বাসিন্দা প্রতাপ সিংহ রিকশা চালান । তাতে যা হোক করে সংসার চলে যায় । সম্প্রতি তাঁকেই করফাঁকির নোটিস ধরায় আয়কর দফতর । তাতে বলা হয়, 3 কোটি 47 লক্ষ 54 হাজার 895 টাকার করফাঁকি দিয়েছেন তিনি । অবিলবম্বে ওই টাকা সরকারের খাতায় জমা করতে হবে ।

আরও পড়ুন:Sameer Wankhede : আমার পরিবারকে নিশানা করা হচ্ছে, মাদক কাণ্ডে মন্তব্য এনসিবি কর্তার

প্রথমে করফাঁকির অভিযোগই বোধগম্য হয়নি প্রতাপের । সাড়ে 3 কোটির অঙ্ক শুনে ভিরমি খান তিনি । সেই ধাক্কা সামলে রবিবার থানায় ছুটে যান । তাঁর নাম ভাঙিয়ে কেউ জালিয়াতি করে থাকবে বলে অভিযোগ দায়ের করেন তিনি । নেটমাধ্যমেও এ নিয়ে সরকারের কাছে কাতর আর্জি জানান প্রতাপ ।

এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তা থেকে জানা গিয়েছে, এ বছর মার্চ মাসে ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য বাকলপুর জনসেবা কেন্দ্রে প্যান কার্ডের আবেদন করেন প্রতাপ । কয়েক দিন পর সঞ্জয় সিং নামের এক ব্যক্তি তাঁর হাতে রঙিং প্যান কার্ডের একটি ফোটোকপি তুলে দেন । গুরুত্ব না বুঝে সেই ফোটোকপিই নিয়ে চলে আসেন প্রতাপ। কিন্তু আয়কর দফতরের নোটিসে টনক নড়ে তাঁর ।

আরও পড়ুন:Uttarakhand Rain: উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত অন্তত 72

কিন্তু আয়কর দফতরের নোটিস পেয়ে সেটি যাচাই করতে গিয়ে প্রতাপ দেখেন, সেটি আসলে আসল প্যানকার্ডের রঙিন ফোটোকপি । বাকলপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার (এসএইচও) অনুজ কুমার জানিয়েন, প্রতাপের কথা শুনেছেন তাঁরা । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপ পড়াশোনা করেননি । প্যানকার্ড আসল না ফোটোকপি, তাই বুঝতে পারেননি । আসল প্যানকার্ডটি হাতিয়ে নিয়ে প্রতাপ সেজে সেটি ব্যবহার করছিল জালিয়াতরা । প্রতাপের প্যানকার্ড ব্যবহার করে একটি জিএসটি নম্বরও নেওয়া হয় সম্প্রতি । ওই জিএসটি নম্বরটি যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, 2018-’19 সালে 43 কোটি 44 লক্ষ 36 হাজার 201 টাকার মুনাফা অর্জন করেছে জালিয়াতরা ৷ তারই করফাঁকির দায় প্রতাপের ঘাড়ে চেপেছে বলে সন্দেহ পুলিশের ৷

ABOUT THE AUTHOR

...view details