পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির বারাণসীতে লজ্জার হার বিজেপির, ভরাডুবি যোগী-গড়েও - বারাণসীতে হার বিজেপির

বারাণসী জেলা পরিষদের 40 টি আসনের মধ্যে মাত্র 8 টি নিজেদের দখলে রাখতে পারল বিজেপি ৷

Uttar Pradesh Panchayet Polls
ছবি

By

Published : May 4, 2021, 5:27 PM IST

Updated : May 4, 2021, 6:08 PM IST

বারাণসী, 4 মে : উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে খোদ নরেন্দ্র মোদির খাসতালুকে ছন্দপতন বিজেপির ৷ মুখ পুড়ল যোগী আদিত্যনাথের ৷ বারাণসী জেলা পরিষদের 40 টি আসনের মধ্যে মাত্র 8 টি নিজেদের দখলে রাখতে পারল বিজেপি ৷ এছাড়া বিজেপির জোটসঙ্গী আপনা দল পেয়েছে 3 টি আসন ৷

যোগীর দল যেভাবে মুখ থুবড়ে পড়েছে বারাণসীতে, সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছে 15 টি আসন । বহুজন সমাজবাদী পার্টি জিতেছে 5 টি আসন । এছাড়াও আম আদমি পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি একটি করে আসন জিতে নিয়েছে ।

শুধু বারাণসীতেই নয়, বিজেপিকে লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছে অযোধ্যাতেও । অযোধ্যায় জেলা পরিষদে 40 টি আসন রয়েছে । সেখানে মাত্র 6 টি আসন নিজেদের হাতে রেখেছে বিজেপি । বাকি আসনগুলির মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে 24 টি আসন । বিএসপি পেয়েছে 5 টি আসন ।

আরও পড়ুন : ফল প্রকাশের পর ফোন করেননি প্রধানমন্ত্রী, জানালেন মমতা

ভরাডুবি হয়েছে মথুরাতেও । সেখানে মাত্র 3 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে গেরুয়া শিবির ।

Last Updated : May 4, 2021, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details