পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 12:54 PM IST

Updated : Nov 21, 2023, 1:00 PM IST

ETV Bharat / bharat

গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে শরীরের অর্ধেক মাটিচাপা দিলেন মুসলিম সমাজকর্মী

Demands Cow to be Declared as National Animal: গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবিতে প্রতীকী আন্দোলনে সামিল হলেন মুসলমান সম্প্রদায়ের এক ব্যক্তি ৷ উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি সমাজকর্মী হিসেবে পরিচিত ৷

ETV BHARAT
ETV BHARAT

শাহাজাহানপুর (উত্তরপ্রদেশ), 21 নভেম্বর: নবি সলমন, ইনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত ৷ উত্তরপ্রদেশের শাহাজাহানপুরের বাসিন্দা গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি তুলেছেন ৷ আর নিজের দাবিপূরণের জন্য এক অভিনব পন্থা অবলম্বন করেছেন নবি সলমন ৷ খিরনিবাগ রামলীলা ময়দানে নিজের জন্য একটি কবর খুঁড়েছেন তিনি ৷ আর তাতেই মাথা বাদে শরীরের বাকি অংশ চাপা দিয়ে রেখেছেন ৷ মূলত, জীবজন্তুর রক্ষায় কাজ করেন তিনি ৷

নবি সলমনের দাবি, তিনি চান গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক ৷ একমাত্র তবেই গরুকে নির্বিচারের মারার ঘটনা বন্ধ হবে ৷ তবে, শুধু দাবি তুলেই খান্ত হননি তিনি ৷ নিজের দাবির স্বপক্ষে একটি স্মারকলিপি জেলা প্রশাসনের বিভিন্নমহলে দিয়ে এসেছেন নবি ৷ আর তার পরেই সোমবার থেকে খিরনিবাগ রামলীলা ময়দানে মাটি খুঁড়ে মাথা বাদে পুরো শরীর চাপা দিয়েছেন তিনি ৷ কিন্তু, কতক্ষণ বা কতদিন এভাবে থাকবেন তিনি ?

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যতদিন না গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা না হচ্ছে, আমি এই আন্দোলন চালিয়ে যাব ৷ একমাত্র গরুকে জাতীয় পশু ঘোষণা করা হলেই, আমার আন্দোলন শেষ হবে ৷’’ উল্লেখ্য, নিজের দাবিতে এর আগে নদীর মধ্যে দীর্ঘ কয়েকদিন দাঁড়িয়ে থেকে ছিলেন নবি সলমন ৷ এবার নিজেকে মাটি চাপা দিলেন তিনি ৷ নবুর এই কার্যকলাপের খবর হাওয়ার বেগে শাহাজাহানপুরে ছড়িয়ে পড়ে ৷ আর তার পরেই লোকজন তাঁকে দেখতে খিরনিবাগ রামলীলা ময়দানে ভিড় করতে শুরু করেছে ৷

উল্লেখ্য, 2021 সালের সেপ্টেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বেঞ্চ একটি মন্তব্য করেছিল গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার স্বপক্ষে ৷ সেখানে এক ব্যক্তিকে গরু কাটার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং বিচারপতি তাঁর জামিনের আবেদন খারজি করেছিলেন ৷ সেখানেই তিনি মন্তব্য করেছিলেন, ‘‘কেন্দ্রের উচিত গরুকে জাতীয় পশু ঘোষণা করার জন্য সংসদে আইন পাশ করানো এবং গরুকে মৌলক অধিকার রক্ষা আইনের আওতায় নিয়ে আসা হোক ৷’’ যদিও, এ নিয়ে পরবর্তী সময়ে আর কোনও চর্চা হয়নি ৷

আরও পড়ুন:

  1. গো-হত্যা প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিমান-সেলিমের
  2. গো-হত্যা বিরোধী আইনে কর্নাটকে প্রথম গ্রেপ্তার
Last Updated : Nov 21, 2023, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details