লখনউ, 29 সেপ্টেম্বর: থ্রি-স্টার হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রশিক্ষণ নিতে যাওয়া 25 জন চিকিৎসক ৷ উত্তরপ্রদেশের লখনউয়ের হুসেনগঞ্জ এলাকার ঘটনা ৷ বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পরই খাদ্যে বিষক্রিয়ার কারণে চিকিৎসকদের পেটে ব্যথা ও বমি হতে শুরু করে ৷ সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ চিকিৎসকদের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ ৷ খাবারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখা হবে ৷
এই ঘটনার পর আক্রান্ত চিকিৎসক ও কর্মচারীদের প্রায় সবাইকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সরকারি সূত্র জানিয়েছে, চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) মনোজ আগরওয়াল বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন যে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে ৷ খাবারের নমুনা সংগ্রহ করার জন্য বৃহস্পতিবার রাতে চিকিৎসকদের একটি দলকে ওই হোটেলে পাঠানো হয়েছে ।
হোটেলের নিরাপত্তা আধিকারিক চন্দ্রমণি মিশ্র বলেন, কেন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না ৷ তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ৷ যদিও চন্দ্রমণি মিশ্রের দাবি, হোটেলের খাবার খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েননি চিকিৎসকরা ৷