পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড নেগেটিভ রোগীদের জন্য আলাদা ওয়ার্ড উত্তরপ্রদেশে - কোভিড-19

কোভিড নেগেটিভ রোগীদের জন্য করোনা হাসপাতালেই আলাদা ওয়ার্ড তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার ৷ যাঁদের শরীরে করোনার উপসর্গ থাকা সত্ত্বেও কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁদের এই ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা করা হবে ৷

uttar pradesh government setting up special ward for covid-19 negative patients with covid symptoms
কোভিড নেগেটিভ রোগীদের জন্য আলাদা ওয়ার্ড উত্তরপ্রদেশে

By

Published : Apr 18, 2021, 3:27 PM IST

লখনউ, 18 এপ্রিল : কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরও বেশ কিছু মানুষের নির্দিষ্ট কিছু শারীরিক সমস্য়া হচ্ছে ৷ এঁদের অধিকাংশই ভুগছেন ফুসফুসের সংক্রমণে ৷ যার ফলে শ্বাসকষ্ট বাড়ছে ৷ এই রোগীদের চিকিৎসার জন্য কোভিড হাসপাতালেই বিশেষ ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার ৷ এবার থেকে এই ওয়ার্ডেই চিকিৎসা করা হবে এই কোভিড-19 নেগেটিভ রোগীদের ৷

সূত্রের খবর, অতিমারির আবহে সবথেকে বড় সমস্য়ায় পড়েছেন এই কোভিড নেগেটিভ রোগীরাই ৷ পজিটিভ না হওয়ায় করোনা হাসপাতালে ঠাঁই পাচ্ছেন না তাঁরা ৷ অন্যদিকে, করোনার উপসর্গ থাকায় সাধারণ হাসপাতালেও তাঁদের ভর্তি করা হচ্ছে না ৷ ফলে কোনও চিকিৎসা পাচ্ছেন না কোভিড নেগেটিভ এই রোগীরা ৷ তাতে সমস্য়া, এমনকী প্রাণনাশের আশঙ্কাও বাড়ছে ৷ সেই সম্ভাবনা দূর করতেই করোনা নেগেটিভ রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন :মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর

রাজ্য়ের অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) অমিতমোহন প্রসাদ এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন সংশ্লিষ্ট সমস্ত জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের ৷ তিনি লিখেছেন, যে রোগীদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, কিন্তু এক্স-রে, সিটি স্ক্যান অথবা রক্তের নমুনা পরীক্ষা করে চিকিৎসকদের মনে হয়েছে, এই রোগীরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের নিয়ে সমস্য়া তৈরি হচ্ছে ৷ কারণ এঁরা কোথাও কোনও চিকিৎসা পাচ্ছেন না ৷ বিভিন্ন সূত্র মারফত আমরা এই তথ্য হাতে পেয়েছি ৷ অথচ বিশেষজ্ঞরা বলছেন, এঁদেরও কোভিড রোগীর মতোই যত্ন ও চিকিৎসা দরকার ৷ এই রোগীদের জন্য তাই কোভিড হাসপাতালগুলিতেই আলাদা ওয়ার্ড তৈরি করে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details