লখনউ, 7 ডিসেম্বর: তাঁদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কাজে অবহেলা এবং দুর্নীতির অভিযোগ ৷ বুধবার এমনই একাধিক আধিকারিককে বরখাস্ত করল যোগী আদিত্যনাথ সরকার ৷ এর মধ্যে রয়েছেন মুজাফফরনগরের একত্রীকরণ অফিসার অনুজ সাক্সেনা ৷ তিনি ঠিকমতো দায়িত্ব পালন না করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সূত্রের খবর । সরকার একত্রীকরণ অফিসার শিবশংকর প্রসাদ সিংয়ের বার্ষিক বেতন বৃদ্ধিও আটকে রেখেছে ৷ তিনি বালিয়াতে কর্মরত ছিলেন এবং মেরঠে কর্মরত সহকারী একত্রীকরণ অফিসার মনোজ কুমার নীরজের পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন । রাজ্য পুলিশকেও পরবর্তীতে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে ।
একত্রীকরণ কমিশনার জিএস নবীন কুমার বলেন, "আমরোহার সহকারী একত্রীকরণ অফিসার নীতিন চৌহানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । ইটাওয়া জেলার বানি গ্রামে কাজে অনিয়মের অভিযোগে একত্রীকরণ অফিসার অবধেশকুমার গুপ্তের পাশাপাশি সহকারী একত্রীকরণ অফিসার সন্তোষকুমার যাদব এবং অখিলেশ কুমারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও শুরু করা হয়েছে ।"
সূত্রের খবর, লেখপালের একত্রীকরণ অফিসার ওম নারায়ণকেও বরখাস্ত করা হয়েছে ৷ নবীনকুমার জানান, রাজ্যের সমস্ত একত্রীকরণ কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । একত্রীকরণ কমিশনার বলেছেন, "2023-24 অর্থ বছরে এখন পর্যন্ত মোট 1 লক্ষ 34 হাজার 425টি মামলা নিষ্পত্তি করা হয়েছে । এ পর্যন্ত, 2023-24 অর্থবছরে মোট 231টি গ্রামের একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভূমি একত্রীকরণ আইনের 52 (1) ধারার অধীনে ঘোষণা করা হয়েছে ।"