কৌশাম্বি, 8 নভেম্বর: গায়ে পুলিশের উর্দির বদলে সাদা তোয়ালে ৷ এভাবে আউটপোস্টে বসে আছেন এক পুলিশ আধিকারকি ৷ আর তাঁর সামনে বসে দুই মহিলা নিজের অভিযোগের কথা বলছেন ৷ এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ ভাইরাল হওয়া এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার কোখরাজ থানা এলাকার সিংঘিয়া আউটপোস্টে ৷ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ঘুরছিল। শেষমেশ কড়া শাস্তির মুখে পড়তে হল সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে। তাঁকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই ওই পুলিশ আধিকারিককে ডিস্ট্রিক্ট পুলিশ লাইনসে স্থানান্তরিত করা হয় ৷ সূত্রের খবর, কৌশাম্বি জেলার বালাক মউ গ্রামে দু'টি দলের মধ্যে ঝামেলা বেধেছিল ৷ সেই বিষয়ে অভিযোগ জানাতে দুই মহিলা সিংঘিয়া আউটপোস্টে পৌঁছন। এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানান ৷ সেই সময় আউটপোস্টের দায়িত্বে ছিলেন রাম নারায়ণ সোনকর ৷ তিনি শুধুমাত্র গেঞ্জি পরে এবং তার উপরে তোয়ালে জড়িয়ে তাঁর চেয়ারে বসেছিলেন ৷