নিউদিল্লি, 8 ডিসেম্বর:হিন্দি বলয়ে গেরুয়া ঝড়ের পর সিদ্ধান্ত নেওয়ার পালা । কে হবেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের মুখ্যমন্ত্রী! প্রবীণদের উপরই ভরসা, না কী নয়া কোনও চমক? ভোট ফলের পাঁচ দিন পরও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত ঘিরে রহস্য বাড়ছে । লোকসভা নির্বাচনের আগেরাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির জয় লোকসভা ভোটের আগে সেমি ফাইনাল পেরোনোর মতোই ৷ আগামী পাঁচ বছর সেই রাজ্যের উন্নতিকল্পে জনস্বার্থের জন্য কাকে মুখ্যমন্ত্রীর মুখ করা যায়, সেই নিয়ে বৃহস্পতিবারই জোর বৈঠক হয় দিল্লিতে ৷ মনে করা হচ্ছে শুক্রবারই প্রকাশ্যে আসবে সিদ্ধান্তে নেওয়া মুখ্যমন্ত্রীদের নাম ৷
7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এছাড়াও বৈঠকে ছিলেন অন্যান্য নেতা-মন্ত্রীরাও ৷ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্বাচন ছাড়াও এদিনের বৈঠকে যোগীর সঙ্গে উত্তরপ্রদেশে ক্যাবিনেট বাডা়নো নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷
অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদির প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে আজকের মধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নাম ঘোষণা করা হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ৷ দলের এক প্রবীণ নেতা জানিয়েছেন, খুব সম্ভবত শুক্রবারই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে ৷ তারপরে তারা নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের তদারকি করতে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যাবেন ৷ সেখানে ভবিষ্যত মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা হবে। প্রবীণ নেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পছন্দের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং দল তিনটি মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সামাজিক, আঞ্চলিক, শাসন এবং সাংগঠনিক স্বার্থের কথা মাথায় রাখবে।
তিনটি রাজ্যের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পার্টির সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ দলীয় কর্তাদের সঙ্গে দেখা করেন ৷ তবে এই বৈঠককে রুটিন বৈঠক বলে জানানো হয়েছে ৷ সূত্রের খবর, জয়ী তিনটি রাজ্যের নেতারা জাতীয় নেতৃত্বের সঙ্গে দেখা করলেও মুখ্যমন্ত্রী হবেন মাত্র তিন জন ৷ অনেক বিজেপি সাংসদ রয়েছেন যারা সংসদ থেকে পদত্যাগ করেছেন ইতিমধ্যেই ৷ এরপরে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করাটা সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়।
এদিন অমিত শাহের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, মধ্যপ্রদেশের এক প্রবীণ বিজেপি নেতা এবং রাজস্থানের বাবা বালকনাথ ৷ উভয়ই তাঁদের রাজ্যের বিধানসভার সদস্য হওয়ার পরে লোকসভার সদস্য পদ ছাড়েন। প্রাক্তন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, ইতিমধ্যেই বেশকিছু নবনির্বাচিত বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন, যা নজর কেড়েছে ৷ পাশাপাশি তিনিও জাতীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর ৷