লখনউ, 11 সেপ্টেম্বর: আবারও বিতর্কে যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ! এবার বিজেপি শাসিত এই রাজ্য়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের (National Anthem) অবমাননা করার অভিযোগ উঠল ! প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারি স্কুলগুলিতে পঞ্চম শ্রেণির একটি পাঠ্যবইয়ে যে জাতীয় সঙ্গীতের 'কথা' (Lyrics) ছাপার অক্ষরে প্রকাশ করা হয়েছে, সেখানে 'উৎকল বঙ্গ' (Utkala Banga) শব্দ দু'টি বাদ দেওয়া হয়েছে ! এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা ৷
বিতর্কের কেন্দ্রে থাকা পাঠ্যবইগুলি ছাপার দায়িত্বে ছিল উত্তরপ্রদেশের 'মৌলিক শিক্ষা বিভাগ' (Basic Education Department) ৷ পঞ্চম শ্রেণির হিন্দি বইয়ে জাতীয় সঙ্গীত ছাপা হয়েছিল ৷ তাতেই ধরা পড়ে এই মারাত্মক ত্রুটি ৷ কিন্তু, ঘটনার প্রকাশ্য়ে আসার পরই কার্যত দায় ঝেড়ে ফেলতে উঠে-পড়ে লাগে সংশ্লিষ্ট প্রশাসন ৷ মৌলিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাপার ত্রুটির কারণেই এমনটা ঘটেছে ! প্রশ্ন হল, তাই যদি হয়, তাহলেও উত্তরপ্রদেশের কৌশম্ভী জেলার স্কুলগুলিতে এই বই বিলি করার আগে কেন এই ত্রুটি আধিকারিকদের চোখে পড়ল না ? তাহলে কি তাঁরা বইগুলি আদৌ পরীক্ষা করে দেখেননি ? নাকি ইচ্ছাকৃতভাবেই এই 'ত্রুটি' রেখে দেওয়া হয়েছে ? প্রসঙ্গত, মথুরার একটি প্রিন্টিং প্রেস থেকে এই বইগুলি ছাপানো হয়েছিল ৷
আরও পড়ুন:বিশ্ববাজারে তেলের দাম সবচেয়ে কম সেপ্টেম্বরে, দেশে জ্বালানি তবু একই জায়গায়