নয়াদিল্লি, 4 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে ধস ৷ খুলছে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক ৷ এদিন রাত 9টা 15 থেকে ব্যাহত পরিষেবা ৷ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা ৷ এই তিনটি অ্যাপের মালিক হল ফেসবুক ৷
স্তব্ধ সোশ্যাল মিডিয়া ৷ তরুণ প্রজন্মের 'প্রাণ প্রিয়' হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সাময়িক বন্ধ থাকায় সমস্য়ায় পড়েছে তারা ৷ কিছুক্ষণের মধ্যে দুঃখপ্রকাশ করে বার্তা দেওয়া হয় ফেসবুকের তরফে ৷ তাদের ওয়েবসাইটে জানানো হয়, "সমস্যার জন্য আমরা দুঃখিত ৷ কিছু একটা সমস্যা হয়েছে। আমরা দ্রুত পরিষেবা চালু করার চেষ্টা করছি ৷ আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব ৷ "
ব্যবহারকারীরা টুইটারে বার্তা পোস্ট করে লিখেছে, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলি ভারতীয় সময় রাত ন'টার সময়ও ব্যবহারযোগ্য ছিল।ওয়েবসাইট downdetector.com ওয়েব পরিষেবাগুলি ট্র্যাক করে ব্যবহারকারীদের অভিযোগ তুলে ধরে ৷ যার মধ্যে প্রায় 20 হাজার ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রামে বন্ধ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরে ৷
সোশ্যাল মিডিয়া জায়ান্টের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের 22 হাজারের বেশি ব্যবহারকারী সমস্য়ায় পড়ে ৷ আর ম্যাসেঞ্জার প্রায় 3,000 ব্যবহারকারী অ্যাকাউন্ট অপারেট করতে পারেননি ৷
ভারতে ফেসবুকের 410 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে ৷ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার 530 মিলিয়নেরও বেশি ৷ ভারত এই তিন সোশ্যাল মিডিয়ায় বৃহত্তম বাজার হিসাবে গণ্য হয়। ভারতে ইনস্টাগ্রামের 210 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে।