পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitin Gadkari : ভারতকে প্রযুক্তি ও আর্থিক সাহায্যে উৎসাহী আমেরিকা, জানালেন নীতিন গড়করি - ড্রোন প্রযুক্তি

সারা বিশ্বের নজর রয়েছে ভারতের অর্থনৈতিক উন্নতিতে ৷ আমেরিকা এবার চিনের বদলে ভারতকে সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছে, জানালেন দেশের কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ৷ আরও জানালেন, দেশের ভবিষ্যৎ পরিবহণ মাধ্যম ড্রোন ৷

নীতিন গড়করি
নীতিন গড়করি

By

Published : Sep 16, 2021, 12:02 PM IST

নাগপুর, 16 সেপ্টেম্বর : চিন নয়, ভারতের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা, জানালেন পরিবহণমন্ত্রী নীতিন গড়করি (Union Minister Nitin Gadkari) ৷ গতকাল ইঞ্জিনিয়ার দিবস (Engineers' Day) উপলক্ষ্যে বিশ্বেশ্বরায়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (Visvesvaraya National Institute Of Technology) 19তম সমাবর্তন অনুষ্ঠানে (19th convocation programme) তিনি এই কথা জানান ৷

তিনি বলেন, "ভারতে আমেরিকার রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন যে, আমেরিকা তাদের প্রযুক্তি ও মূলধন দিয়ে ভারতকে সাহায্য করবে ৷" আগামী দিনে ভারতের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির (sustainable economic growth) দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব ৷ তিনি বলেন, "ভারতীয়দের মেধা সমগ্র বিশ্বে প্রশংসিত এবং স্বীকৃতি পেয়েছে ৷ 'আত্ম নির্ভর' প্রকল্পের আওতায় 'আত্মনির্ভর ভারত', 'মেক ইন ইন্ডিয়া', 'স্টার্ট-আপ ইন্ডিয়া'-র মাধ্যমে দেশের তরুণরা নিত্যনতুন চিন্তা ভাবনা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে ৷ তরুণদের আমরা উৎসাহ দিচ্ছি, সাহায্য করছি ৷"

আরও পড়ুন : Air India : ঋণের দায়ে জর্জরিত এয়ার ইন্ডিয়াকে কিনতে দরপত্র জমা টাটা গোষ্ঠীর

ইঞ্জিনিয়ার দিবসে তিনি ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা উত্থাপন করেন ৷ সম্প্রতি ড্রোনকে কাজে লাগানো নিয়ে একগুচ্ছ ঘোষণা করেছেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী (Ministry of Civil Aviation) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে পাহাড়ি এলাকায় আপেল চাষে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ৷

দেশে ড্রোন প্রযুক্তির অগ্রগতি নিয়ে গড়করি বলেন, "আমরা অটোমোবাইল আর প্রযুক্তি বিষয়ে বিশেষ কিছু প্যাকেজের ব্যবস্থা করেছি ৷ ড্রোন প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ৷ আমরা কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে ড্রোনকে কাজে লাগাতে পারি ৷" তিনি জানান, বিশ্বের অন্য দেশগুলিকেও এই প্রযুক্তিতে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তিনি ভিএনআইটিকে ড্রোন সম্পর্কিত একটি বিশেষ বিভাগ তৈরির অনুরোধ জানান ৷ মন্ত্রী জোর দিয়ে বলেন, "ড্রোন আমাদের ভবিষ্যতের পরিবহণ মাধ্যম হতে চলেছে ৷ একে কৃষি এবং পরিবহণের ক্ষেত্রেও ব্যবহার করা যায় ৷"

ABOUT THE AUTHOR

...view details