ওয়াশিংটন, 11 জানুয়ারি : ভারত-চিন সীমান্তে বেজিংয়ের আচরণে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জন স্পাকি এমনই জানিয়েছেন (White House Statement on Indo-China Border Dispute) ৷ একটি বিবৃতি প্রকাশ করে সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ভারত-চিন সীমান্তের পরিস্থিতির উপর নজর রাখছে ৷
এ দিন সাংবাদিক বৈঠকে জেন স্পাকিকে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘আমরা প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রেখে চলেছি ৷ আমরা সবসময় সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সমর্থন করে যাব ৷ বিশ্বের ওই অঞ্চলে বেজিংয়ের আচরণের উপর আমাদের নজর রয়েছে ৷ আমাদের বিশ্বাস এটি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে ৷ সেই সঙ্গে চিনের তার প্রতিবেশী দেশগুলিকে ভয় দেখানোর বিষয়টিতে আমরা উদ্বিগ্ন ৷ আর এ ক্ষেত্রে আমরা সবসময় আমাদের বন্ধু দেশগুলির হয়ে কথা বলব (US Stands for India on Border Dispute with China) ৷’’
আরও পড়ুন : India-China Military Talks : চিনের সঙ্গে সেনা-বৈঠকে ইতিবাচক আলোচনার আশায় ভারত
আর আমেরিকার এই বিবৃতি ঠিক সেই সময় এল ৷ যখন পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনার মুখোমুখি অবস্থানের সামধান বের করতে 14 তম বৈঠকে বসতে চলেছেন দুই দেশের সেনা আধিকারিকরা ৷ 3 মাসের বিরতির পর আগামিকাল, অর্থাৎ, 12 জানুয়ারি ভারত ও চিনের ক্রপস কমান্ডার স্তরে আলোচনা হবে সীমান্তের অস্থিরতা নিয়ে ৷ পূর্ব লাদাখে চুশূল-মলডো পয়েন্টে লাইন অফ অ্যাকচুয়াল পয়েন্টে চিনের মাটিতে দুই দেশের মধ্যে এই বৈঠক হবে (Corps Commander Level Meeting on LAC of Eastern Ladakh) ৷ আর তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের সমর্থনে কথা বলা বড় বার্তা বহন করবে ৷ সেই সঙ্গে পেন্টাগনের এই বিবৃতির প্রভাব বৈঠকেও পড়তে পারে বলে মনে করছে কূটনৈতিকমহল ৷
আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান
সূত্রের খবর, 12 জানুয়ারির বৈঠকের আলোচনায় বিশেষ নজর থাকবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের উত্ত্যক্ত এলাকায় দুই দেশের সেনা সরানোর উপরে ৷ বিশেষ করে ভারতের তরফে বাকি জায়গাগুলি থেকে যত দ্রুত সম্ভব সেনা সরানোর বিষয়টিতে জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বিশেষ করে ডেপসাং বুলগ এবং ডেমচক থেকে সেনা সরানোর বিষয়ে চিনের উপর চাপ তৈরি করবেন ভারতীয় সেনা আধিকারিকরা ৷ তবে, মার্কিন মুলুকের এই বিবৃতি আগামিকালের বৈঠকে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলবে ৷