নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে শনিবার জি20 সম্মেলনে ভারত মণ্ডপমে সেলফি তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সংবাদ সংস্থা এএনআই তাদের এক্স হ্যান্ডেল (টুইটার)-এ দুই রাষ্ট্রপ্রধানের সেই সেলফি তোলার মুহূর্তের ছবি শেয়ার করেছে।
দিল্লিতে জি20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । ওইদিন দুপুরেই দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভারতের প্রতিনিধিত্বে 9 এবং 10 সেপ্টেম্বর 'ভারত মণ্ডপম'-এ জি20 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করছে। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনার সঙ্গে এসেছেন মেয়ে সাইমাও। সূত্রের খবর, বাংলাদেশে শেখ হাসিনার উত্তরসূরি হিসাবে সাইমাকেই সম্ভবত প্রজেক্ট করতে চাইছে আওয়ামি লিগ । অন্যদিক, 'হু'-এর ভোটেও সম্ভবত লড়তে চলেছেন সাইমা । এদিন বাইডেনের সঙ্গে সেলফিতে দেখা গিয়েছে সাইমাকেও ।
শীর্ষ সম্মেলনে 30টিরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্তা, আমন্ত্রিত অতিথি দেশ এবং 14টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশ নিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জি20 শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মানবকেন্দ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তার আহ্বান যেমন জানিয়েছেন, তেমনই সন্ত্রাসবাদ এবং যুদ্ধের তীব্র নিন্দা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ভারত এক বিশ্বের চেতনা নিয়ে, লাইফ মিশনের মতো উদ্যোগে কাজ করছে । সেইসঙ্গে, মিলেট আন্তর্জাতিক বছরের উপরও জোর দিয়েছে তিনি।