নয়াদিল্লি ও ওয়াশিংটন, 7 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে প্রস্তুত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ পাশাপাশি নয়াদিল্লিতে জি20 সম্মেলনের বিভিন্ন আলোচনায় অংশ নেওয়ার জন্য তিনি খুবই উত্তেজিত ৷ এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক প্রবীণ আধিকারিক ৷ বাইডেন তাঁর ভারত সফরের সময় আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কোভিড বিধি মেনেই চলবেন বলে জানা গিয়েছে ।
ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনা ধরা পড়েছে সোমবার ৷ তবে প্রেসিডেন্ট জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ ফার্স্ট লেডির কোভিড পজেটিভ হওয়ার পর দু'বার পরীক্ষা করিয়েছেন জো বাইডেন ৷ আর দু'বারই আমেরিকার প্রেসিডেন্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এরপরেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়, জো বাইডেনের দু'বার রিপোর্ট নেগেটিভ আসায় তাঁর ভারতের সফরসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না ।
শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছনোর কথা আমেরিকার প্রেসিডেন্টের ৷ বাইডেন ওই রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে খবর ৷ তবে কোভিড পজিটিভ হওয়ায় ফার্স্ট লেডিকে তাঁর ডেলাওয়্যার হাউসে কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ ফলে তিনি জো বাইডেনের সঙ্গে ভারত ও ভিয়েতনামে সফরে থাকছেন না।