পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Joe Biden to Meet PM Modi: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট, মোদি-বাইডেন বৈঠক 8 তারিখ

আগামী 9 এবং 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ যার জন্য ইতিমধ্যেই সাজসাজ রব নয়াদিল্লি জুড়ে ৷ বিশ্বের একাধিক রাষ্ট্র নেতারা এই সম্মেলনে যোগ দিতে আসছেন ৷ সম্মেলনে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানাল হোয়াইট হাউস ৷

Etv Bharat
মোদি-বাইডেন বৈঠক 8 তারিখ

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 5:48 PM IST

Updated : Sep 2, 2023, 6:35 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আগামী 7 তারিখ বৃহস্পতিবার জি-20 সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন ৷ উল্লেখযোগ্যভাবে, জি-20 শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷ শুক্রবার এমনটাই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।

আগামী 9 এবং 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ যার জন্য ইতিমধ্যেই সাজসাজ রব নয়াদিল্লি জুড়ে ৷ বিশ্বের একাধিক রাষ্ট্র নেতারা এই সম্মেলনে যোগ দিতে আসছেন ৷ হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ভারত জি-20-এর সভাপতি ৷ আয়োজক দেশ ভারত নয়া দিল্লিতে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ৷

হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 8 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এরপর শনিবার এবং রবিবার বাইডেন জি-20 শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ৷ যেখানে তিনি এবং জি-20-এর প্রতিটি সদস্য দেশ মূলত শক্তির স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই-সহ বৈশ্বিক সাম্প্রতিক এবং ঘটমান সমস্যাগুলি মোকাবেলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: আদিত্য এল1 এর সফল উৎক্ষেপণের পর ইসরোকে অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্র প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক তো বটেই এমনকী শীর্ষ সম্মেলনেও ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে যুদ্ধ চালাচ্ছেন, তার জেরে অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলি কীভাবে প্রশমিত করা যায় এবং বিশ্বব্যাংক-সহ বহুপাক্ষিক উন্নয়নে ব্যাঙ্কগুলির ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ের পাশাপাশি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা সম্ভব হবে তা নিয়েও কথা হবে ৷ সেই সঙ্গে, দারিদ্র্য রুখতে আরও ভালভাবে লড়াই করার বিষয়ও উঠে আসবে শীর্ষ সম্মেলনের আলোচনায় ৷

নয়াদিল্লিতে থাকাকালীন, বাইডেন প্রধানমন্ত্রী মোদি যেভাবে জি-20-এর নেতৃত্ব দিচ্ছেন তারও প্রশংসা করবেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর ৷ জি-20-এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসাবেও তুলে ধরার কথাও বলবেন বাইডেন ৷ এরপর 2026 সালে ফের এই শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে ৷

Last Updated : Sep 2, 2023, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details