নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আগামী 7 তারিখ বৃহস্পতিবার জি-20 সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন ৷ উল্লেখযোগ্যভাবে, জি-20 শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷ শুক্রবার এমনটাই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।
আগামী 9 এবং 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ যার জন্য ইতিমধ্যেই সাজসাজ রব নয়াদিল্লি জুড়ে ৷ বিশ্বের একাধিক রাষ্ট্র নেতারা এই সম্মেলনে যোগ দিতে আসছেন ৷ হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ভারত জি-20-এর সভাপতি ৷ আয়োজক দেশ ভারত নয়া দিল্লিতে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ৷
হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 8 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এরপর শনিবার এবং রবিবার বাইডেন জি-20 শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ৷ যেখানে তিনি এবং জি-20-এর প্রতিটি সদস্য দেশ মূলত শক্তির স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই-সহ বৈশ্বিক সাম্প্রতিক এবং ঘটমান সমস্যাগুলি মোকাবেলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।