মুম্বইয়ে, 12 মার্চ:বিমানেরশৌচালয়ে ধূমপান করা এবং সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল মার্কিন নাগরিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে ৷ ওই মার্কিন যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ রবিবার মুম্বই পুলিশ জানায়, এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই বিমানে এই ঘটনাটি ঘটে ৷ 11 মার্চ 37 বছর বয়সি রমাকান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে (Air India Smoking Incident) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি 1937 সালের এয়ারক্রাফ্ট অ্যাক্টে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ বিমানে ধূমপান করার অনুমতি নেই ৷ কিন্তু ওই ব্যক্তি বিমানের শৌচালয়ে গিয়ে ধূমপান করলে অ্যালার্ম বেজে ওঠে ৷ সেই শব্দ শুনে বিমানকর্মীরা শৌচালয়ের দিকে ছুটে যান ৷ তাঁকে সিগারেট হাতে দেখতে পান তাঁরা ৷ বিমানকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁর হাত থেকে সিগারেটটি ফেলে দেন ৷ এরপর রমাকান্ত বিমানকর্মীদের উপর চেঁচামেচি করতে আরম্ভ করে দেন ৷ কোনও ভাবে তাঁকে সিটে এনে বসান কর্মীরা ৷