ওয়াশিংটন, 29 এপ্রিল : ভারতের করোনা সংক্রমণের মোকাবিলায় দশ কোটি ডলারের বেশি মূল্যের ওষুধ, সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা ৷ বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ৷
বৃহস্পতিবার প্রথম দফায় ভারতে আসছে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ৷ আগামী এক সপ্তাহ ধরে এই সরবরাহ করবে আমেরিকা ৷ বিবৃতি অনুযায়ী 1000 অক্সিজেন সিলিন্ডার, 1 কোটি 50 লক্ষ এন95 মাস্ক আর 10 লক্ষ ব়্যাপিড ডায়গনস্টিক টেস্টের সরঞ্জাম পাঠাবে তারা ৷
এমনকি আমেরিকার ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকাকেও নিজেদের জন্য তৈরি করা ভ্যাকসিন ভারতে পাঠাতে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ ৷ এই সংস্থাকে দু'কোটিরও বেশি ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে ৷