নিউদিল্লি, 28 নভেম্বর: মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে ভারত ৷ মঙ্গলবার ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন জানিয়েছেন, মহাকাশে স্পেস স্টেশন তৈরি করতে ভারতকে সবরকম সাহায্য করতে প্রস্তুত আমেরিকা ৷
ভারত সফরে এসে বিল নেলসন জানিয়েছেন যে, 2024 সালে প্রথম ত্রৈমাসিকে নাসা-নিসারের (NASA-ISRO Synthetic Aperture Radar) সঙ্গে যৌথ উদ্যোগে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) স্টেট-অফ-দ্য-আর্ট জয়েন্ট ভেঞ্চার স্যাটেলাইট লঞ্চ করার কাজ শুরু করবে ৷ তারপরেই বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মিলিতভাবে একজন ভারতীয় মহাকাশচারীকে মহাকাশ স্টেশনে পাঠানোর পরিকল্পনা করেছে ৷ এদিন নেলসন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ পাশাপাশি, দুটি দেশ মহাকাশ গবেষণায় কীভাবে একে অপরকে সাহায্য করতে পারে, সেই বিষয়ে আলোচনাও করেন বলে জানা গিয়েছে ৷
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, "ইসরো, নাসার হাইপারভেলোসিটি ইমপ্যাক্ট টেস্ট (HVIT)-এর সাহায্য নিয়ে গগনযান মডিউল মাইক্রোমেটিওরয়েড এবং অরবিটাল ডেব্রিস (এমএমওডি) প্রোটেকশন শিল্ডস-এর পরীক্ষা শুরু করেছে ৷" পাশাপাশি 2024 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় মহাকাশচারী পাঠানোর যে প্রস্তাব আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এক্ষেত্রে ইসরোর মহাকাশচারী বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে, সেখানে নাসা কোনও রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছন নেলসন ৷
নেলসন আরও বলেন, "আমি আশা করছি ওই সময়ের মধ্যে কমার্শিয়াল স্পেস স্টেশন থাকবে আমাদের ৷ আমার মনে হয়, 2040 সালের মধ্যে ভারতও চাইবে তাদের একটা কমার্শিয়াল স্পেস স্টেশন তৈরি হোক ৷ তাই যদি ভারত চায় আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে স্পেস স্টেশন তৈরি করতে, আমরা অবশ্যই সাহায্য করব ৷ তবে এই সিদ্ধান্ত নির্ভর করছে একমাত্র ভারতের উপরে ৷"