নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর:মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও কানাডা দুই দেশের বিষয়েই গভীরভাবে চিন্তা করে ৷ মঙ্গলবার এই মন্তব্য করেছেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি ৷ খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি কানাডা ও ভারতের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এদিন বলেন, "আমরা দুই দেশের কথাই ভাবি এবং আমরা তাদের সম্পর্কের বিষয়েও যত্নশীল ৷ এই দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ৷ আমার মনে হয় আমাদের সম্পর্ক, সার্বভৌমত্ব, নিরাপত্তার মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত ৷" মার্কিন বিদেশ দফতরের মুখ্যপাত্র ম্যাথিউ মিলার এদিন জানিয়েছেন, হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সচেতন ৷ তাঁর এই বক্তব্যের পরেই এদিন এই মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত ৷