ইম্ফল, 15 অগস্ট: দীর্ঘ দু'দশক পর হিন্দি ছবি দেখল মণিপুরবাসী ৷ মঙ্গলবার সন্ধ্যায় চুরাচাঁদপুর জেলার লামকাইয়ের এলাকাবাসী দেখলেন ভিকি কৌশল অভিনীত 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ৷ পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের উপর এই বলিউড সিনেমা প্রদর্শিত হয়েছে । সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে একটি অস্থায়ী ওপেন এয়ার থিয়েটারে এই সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ বিপুল সংখ্যক মানুষ হিন্দি সিনেমা দেখতে উপস্থিত ছিলেন এদিন।
হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) এই সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করেছিল ৷ মূলত, 2000 সালের সেপ্টেম্বরে 'রেভোলিউশনারি পিপলস ফ্রন্ট', নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মির রাজনৈতিক শাখা, উপত্যকা-ভিত্তিক মেইতেই সন্ত্রাসী গোষ্ঠীর হিন্দি চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ তারই বিরোধিতাস্বরূপ হিন্দি ছবি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। সংগঠনটি কুকি উপজাতিদের কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করে।
আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরামের মুখপাত্র গিঞ্জা ভুয়ালজং বলেন, "দু'দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে ,যখন আমাদের এখানে একটা সিনেমা দেখানো হয়েছিল ৷ মেইতিস দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছে। আজকের পদক্ষেপের কারণ, মেইতি গোষ্ঠীগুলির দেশবিরোধী নীতিগুলিকে অস্বীকার করা এবং ভারতের প্রতি আমাদের ভালবাসা প্রদর্শন করা ৷"