পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

VP Venkaiah Naidu : দেশে চিকিৎসা পরিষেবায় আরও বেশি মানুষকে এগিয়ে আসার বার্তা উপরাষ্ট্রপতির - সিদ্ধার্থ মেডিক্যাল কলেজ

ভারতে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা যথেষ্ট নয়, আরও মানুষকে এগিয়ে আসতে হবে ৷ একটি আলোচনাসভায় এই বার্তা দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

By

Published : Nov 2, 2021, 11:52 AM IST

নয়া দিল্লি, 2 নভেম্বর : কোভিড-19 অতিমারি বুঝিয়ে দিয়েছে যে ভারতের স্বাস্থ্য পরিকাঠামোয় প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেলে বিস্তার প্রয়োজন ৷ সোমবার বিজয়ওয়াড়ায় সিদ্ধার্থ মেডিক্যাল কলেজের মেডিক্যাল পড়ুয়া এবং অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে আলোচনার সময় একথা বলেন উপরাষ্ট্রপতি (Vice President) বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu) ৷ তিনি দেশের চিকিৎসা ক্ষেত্রে মানুষের অভাব ও তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) প্রস্তাবিত প্রতি 1 হাজার মানুষপিছু 1 জন করে চিকিৎসকের দিকে এগিয়ে চলেছে ভারত ৷ এই লক্ষ্য 2024-এর মধ্যে পূরণ করতে পারবে দেশ, জানান উপরাষ্ট্রপতি ৷ তিনি প্রধানমন্ত্রীর 'আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন' (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission) চালু হওয়ার প্রশংসা করেন ৷ এর ফলে আগামী 4-5 বছরের মধ্যে দেশের প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় স্তরে জটিল স্বাস্থ্য পরিষেবার নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদী বেঙ্কাইয়া নাইডু ৷ উপরাষ্ট্রপতি জানান, টেলিমেডিসিন ভারতের গ্রামাঞ্চলে চিকিৎসার খরচ কমাতে সাহায্য করবে এবং আরও বেশি করে চিকিৎসা পরিষেবা ছড়িয়ে পড়বে ৷

আরও পড়ুন : Corona in India : করোনার দৈনিক সংক্রমণ কমে 10 হাজারে, 259 দিনে সবচেয়ে কম

চিকিৎসকদের পেশাদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, "চিকিৎসার পেশা অন্যতম মহান পেশা এবং আপনাদের উচিত হিপোক্রেটিক ওয়াথ-এর (Hippocrates Oath) প্রতি দায়বদ্ধ থাকা ৷"

প্রত্যন্ত গ্রামে চিকিৎসকের অভাব মেটাতে সরকারি চিকিৎসকদের প্রথম পদোন্নতির আগে গ্রামে গিয়ে চিকিৎসা করা আবশ্যিক করার কথা জানান উপরাষ্ট্রপতি ৷ এক্ষেত্রে গ্রামে তাঁদের থাকার সুন্দর ব্যবস্থা এবং ইনসেনটিভ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ৷

সব স্তরের মানুষের জন্য চিকিৎসা পরিষেবার উপর জোর দেন বেঙ্কাইয়া নাইডু ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি প্রাইভেট হেলথ সেক্টরের মানুষদের সরকারের সঙ্গে সহযোগিতা করে মানুষকে সুলভ মূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অনুরোধ জানাচ্ছি ৷"

তিনি কোভিড-19 মোকাবিলায় দেশের ফ্রন্টলাইন ওয়ার্কারদের অবদান আর নিঃস্বার্থ সেবার কথাও তোলেন আলোচনাসভায় ৷ তিনি বলেন, "আমরা যা ইচ্ছে তাই করে আরেকটা ঢেউ ডেকে আনতে পারি না ৷ আমি নিশ্চিত আপনারা যাঁরা চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত, আপনারা সবাই মানুষকে আরও বেশি করে সচেতন করবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details