নয়া দিল্লি, 2 নভেম্বর : কোভিড-19 অতিমারি বুঝিয়ে দিয়েছে যে ভারতের স্বাস্থ্য পরিকাঠামোয় প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেলে বিস্তার প্রয়োজন ৷ সোমবার বিজয়ওয়াড়ায় সিদ্ধার্থ মেডিক্যাল কলেজের মেডিক্যাল পড়ুয়া এবং অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে আলোচনার সময় একথা বলেন উপরাষ্ট্রপতি (Vice President) বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu) ৷ তিনি দেশের চিকিৎসা ক্ষেত্রে মানুষের অভাব ও তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) প্রস্তাবিত প্রতি 1 হাজার মানুষপিছু 1 জন করে চিকিৎসকের দিকে এগিয়ে চলেছে ভারত ৷ এই লক্ষ্য 2024-এর মধ্যে পূরণ করতে পারবে দেশ, জানান উপরাষ্ট্রপতি ৷ তিনি প্রধানমন্ত্রীর 'আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন' (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission) চালু হওয়ার প্রশংসা করেন ৷ এর ফলে আগামী 4-5 বছরের মধ্যে দেশের প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় স্তরে জটিল স্বাস্থ্য পরিষেবার নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদী বেঙ্কাইয়া নাইডু ৷ উপরাষ্ট্রপতি জানান, টেলিমেডিসিন ভারতের গ্রামাঞ্চলে চিকিৎসার খরচ কমাতে সাহায্য করবে এবং আরও বেশি করে চিকিৎসা পরিষেবা ছড়িয়ে পড়বে ৷
আরও পড়ুন : Corona in India : করোনার দৈনিক সংক্রমণ কমে 10 হাজারে, 259 দিনে সবচেয়ে কম