নয়াদিল্লি, 13 মে : করোনা সংক্রমণের জন্য পিছিয়ে দেওয়া হল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ৷ বৃহস্পতিবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি - এর তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ চলতি বছরের জুন মাসে হওয়ার কথা ছিল ৷ তা পিছিয়ে অক্টোবরের 10 তারিখ করা হল ৷
উল্লেখ্য, কমিশন প্রতি বছর তিনটি পর্যায়ে এই পরীক্ষা নিয়ে থাকে ৷ সেই তিনটি পর্যায় হল - প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ ৷ এই তিনটি স্তর পেরিয়ে যাঁরা কৃতকার্য হন তাঁরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস - এ চাকরি সুযোগ পান ৷