নয়াদিল্লি, 3 অগস্ট : একমাত্র ভারতীয় মহিলা হিসাবে পর পর দু'টি অলিম্পিকসে পদক জয় ৷ আগের অলিম্পিকসে রুপো (Olympic Games Rio 2016) এবং এবারের টোকিয়ো অলিম্পিকসে (Olympic Games Tokyo 2020) ব্রোঞ্জ পদক জেতেন সিন্ধু ৷ দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ৷
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু পাঁচ বছর আগে রিও অলিম্পিকসে রুপো জেতেন ৷ মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) পা রাখার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেন ৷
অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সচিব অজয় সিঙ্ঘানিয়া ৷ হাজির ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অন্যান্য অধিকারিকরাও ৷ সিন্ধু ও তাঁর কোরিয়ান কোচ জার্ক টি সাংকে (Park Tae-sang) বিমানবন্দরেই অভ্যর্থনা দেন সিঙ্ঘানিয়া ৷