পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PV Sindhu : দিল্লি পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা সিন্ধুকে - দিল্লি পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা সিন্ধুকে

পাঁচ বছর আগে রিও-তে জিতেছিলেন রুপো ৷ আর এবারের টোকিয়োতে (Olympic Games Tokyo 2020) জয় করেছেন ব্রোঞ্জ ৷ বিশ্বচ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু এদিন দিল্লির বিমানবন্দরের পা রাখতেই বিমানবন্দর কর্মীরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানালেন ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক টার্মিনাল (Indira Gandhi International Airport) থেকে নিরাপত্তারক্ষীদের বলয়ে করোনা বিধি মেনেই বেরোতে দেখা যায় তাঁকে ৷

দিল্লি পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা সিন্ধুকে
দিল্লি পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা সিন্ধুকে

By

Published : Aug 3, 2021, 10:00 PM IST

নয়াদিল্লি, 3 অগস্ট : একমাত্র ভারতীয় মহিলা হিসাবে পর পর দু'টি অলিম্পিকসে পদক জয় ৷ আগের অলিম্পিকসে রুপো (Olympic Games Rio 2016) এবং এবারের টোকিয়ো অলিম্পিকসে (Olympic Games Tokyo 2020) ব্রোঞ্জ পদক জেতেন সিন্ধু ৷ দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ৷

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু পাঁচ বছর আগে রিও অলিম্পিকসে রুপো জেতেন ৷ মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) পা রাখার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেন ৷

অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সচিব অজয় সিঙ্ঘানিয়া ৷ হাজির ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অন্যান্য অধিকারিকরাও ৷ সিন্ধু ও তাঁর কোরিয়ান কোচ জার্ক টি সাংকে (Park Tae-sang) বিমানবন্দরেই অভ্যর্থনা দেন সিঙ্ঘানিয়া ৷

বিমানবন্দরে সিন্ধু বলেন, "আমি খুব খুশি ও উচ্ছ্বসিত ৷ সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে ৷ আমি বিএআই ও অন্যান্য, যাঁরা আমাকে সাপোর্ট করেছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ ৷ এটি একটি দারুণ দিন ৷"

রবিবার ব্রোঞ্জ জেতার পর সিন্ধু দেশের দ্বিতীয় অ্যথলিট হিসাবে দু'টি অলিম্পিকসে পদকের অধিকারী হলেন ৷ এছাড়া ভারতের প্রথম মহিলা অ্যথলিট হিসাবেও এই কৃতিত্ব অর্জন করলেন হায়দরাবাদী এই শাটলার ৷

আরও পড়ুন : Tokyo Olympics : মঙ্গলে দেশে ফেরার সম্ভাবনা সিন্ধুর, মোদির সঙ্গে খাবেন আইসক্রিম

ABOUT THE AUTHOR

...view details