পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যৌন হেনস্তার অভিযোগ, স্বেচ্ছামৃত্যু চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি মহিলা বিচারকের - sexual harassment

UP Judge seeks permission to end her life: উত্তরপ্রদেশের এক মহিলা বিচারক স্বেচ্ছামৃত্যু চেয়ে চিঠি লিখলেন ৷ দেশের প্রধান বিচারপতিকে লেখা খোলা চিঠিতে তিনি তাঁর উপর হওয়া 'যৌন হেনস্তা'র কথা তুলে ধরেছেন ৷

ETV Bharat
নিজের জীবন শেষ করতে চেয়ে খোলা চিঠি প্রধান বিচারপতিকে

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 2:03 PM IST

Updated : Dec 15, 2023, 2:24 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর:স্বেচ্ছামৃত্যু চেয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে খোলা চিঠি লিখলেন উত্তরপ্রদেশের একটি আদালতের মহিলা বিচারক ৷ অভিযোগ, তাঁর থেকে উচ্চ পদমর্যাদায় থাকা ব্যক্তি এবং তাঁর সহযোগীরা মহিলা বিচারককে যৌন হেনস্তা করেছে ৷ গত দেড় বছর ধরে এই নির্যাতন সহ্য করে তিনি ক্লান্ত, অবসন্ন ৷ তিনি মনে করছেন, এভাবে আর বেঁচে থাকতে পারবেন না ৷ তাই প্রধান বিচারপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ৷ নির্যাতিতা মহিলা বিচারক লিখেছেন, "আমি অনুরোধ করছি, সম্মানের সঙ্গে আমায় আমার জীবন শেষ করতে দিন ৷ আমার জীবন শেষ হোক ৷" এই চিঠি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্ট থেকে রিপোর্ট তলব করেছেন দেশের প্রধান বিচারপতি ৷ মহিলা বিচারকের অভিযোগ, তিনি বারাবাঁকিতে থাকাকালীন এক জেলা বিচারক এবং তাঁর সঙ্গীরা মহিলা বিচারকের উপর যৌন হেনস্তা চালায় ৷ নির্যাতিতা লিখেছেন, "যৌন হেনস্তা আমার সহ্যসীমা অতিক্রম করে গিয়েছে ৷ আমাকে জঞ্জালের মতো ব্যবহার করা হয়েছে ৷"

প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল অতুল এম কুরহেকার এলাহাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লেখেন ৷ মহিলা বিচারকের করা অভিযোগগুলির ভিত্তিতে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তিনি ৷

তবে জানা গিয়েছে, এলাহাবাদ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও এই খোলা চিঠির বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন ৷ এদিকে মহিলা বিচারক আরও জানিয়েছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে 2023 সালের জুলাই মাসে হাইকোর্টের ইনটার্নাল কমপ্লেন্টস কমিটি তদন্তের নির্দেশ দেয় ৷ কিন্তু এই তদন্তকে তিনি 'মিথ্যা এবং ভুয়ো' বলে উল্লেখ করেছেন ৷ তদন্ত সম্পর্কে তিনি লিখেছেন, "এই ঘটনার তদন্তে সাক্ষ্য দিয়েছেন অভিযুক্ত জেলা বিচারকের অধস্তন কর্মীরা ৷ তাঁদের সরাসরি ওই বিচারকের অধীনে কাজ করতে হয়। এই অবস্থায় কমিটি কীভাবে আশা করে যে, সাক্ষী তার ঊর্ধ্বতনের বিরুদ্ধে সাক্ষ্য দেবে ? এটা আমার ভাবনার বাইরে ৷"

এই অবস্থায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে তদন্ত চলাকালীন মহিলা বিচারক ওই জেলা বিচারকের বদলির কথা জানিয়েছিলেন ৷ তবে হাইকোর্টে মাত্র 8 সেকেন্ডে তার নিষ্পত্তি হয়ে যায় এবং বিচারকের আবেদন খারিজ করা হয় ৷ তিনি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে লেখেন, "আমি অনুরোধ করেছিলাম, এই তদন্ত চলাকালীন জেলা বিচারককে বদলি করা হোক ৷ এই সামান্য প্রার্থনাটুকুও শোনা হয়নি ৷" নিজের মৃত্যু চাওয়া প্রসঙ্গে মহিলা বিচারক লেখেন, "আমি আর বাঁচতে চাই না ৷ গত দেড় বছরে আমি একটা মৃতদেহে পরিণত হয়েছি ৷ এই আত্মাহীন এবং প্রাণহীন শরীরটাকে বয়ে নিয়ে চলার কোনও কারণ দেখছি না ৷ আমার বেঁচে থাকার আর কোনও উদ্দেশ্য নেই ৷"

আরও পড়ুন:

  1. সমাজে 'ঐতিহাসিক ভুল'কে চিরস্থায়ী করতে আইনি ব্যবস্থা দায়ী, মত প্রধান বিচারপতির
  2. 42 মহিলা বিচারক নিয়োগ, 'সময় বদলানোর ইঙ্গিত', বললেন দেশের প্রধান বিচারপতি
  3. 26 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট
Last Updated : Dec 15, 2023, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details