গোন্ডা (উত্তরপ্রদেশ), 25 অগস্ট : স্বামীর বিরুদ্ধে তিন তালাক (Triple Talaq) দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে ৷ এই অভিযোগে একজন মহিলা তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন (Woman files FIR against Husband) ৷
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে যে ওই মহিলার নাম নুসরত ফতিমা ৷ বছর 21-এর ওই তরুণী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) খণ্ডারে এলাকার পিপরা আদাই গ্রামের বাসিন্দা ৷ তাঁর স্বামীর নাম মহম্মদ জাভেদ (23) ৷ বুধবার ওই মহিলা স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে এফআইআর করেছেন বলে জানিয়েছে পুলিশ ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে তিন তালাক নিষিদ্ধ হয়েছে ভারতে ৷ পরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ৷ মুসলিম ওমেন (প্রটোকশন অফ রাইটস অন ম্যারেজ) অ্যাক্ট 2019 আইন অনুসারেই নুসরত পুলিশের কাছে অভিযোগ করেছেন ৷