বান্দা (উত্তরপ্রদেশ), 15 জানুয়ারি: দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন উত্তর প্রদেশের বান্দার বাসিন্দা এক মহিলা ৷ শনিবার তিনি গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওই মহিলার (allegation of gangrape in UP) ৷ কিন্তু রবিবার অন্যদিকে মোড় নিয়েছে এই ঘটনা ৷ কারণ উত্তরপ্রদেশ পুলিশের দাবি, কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি, ওই মহিলা মিথ্যা অভিযোগ করছেন ৷
মহিলার অভিযোগ ছিল, দেহাত কোতওয়ালি এলাকায় শনিবার তাঁকে ধর্ষণ করে দুই ব্যক্তি ৷ বাধা দিলে তাঁর গোপনাঙ্গে কাঁচের বোতলও ঢুকিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওই মহিলা ৷ তবে বান্দার পুলিশ সুপার অভিনন্দন জানিয়েছেন গণধর্ষণ ও অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ তবে পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর শ্লীলতাহানির যে অভিযোগ করেছেন, তার সত্যতা থাকতেও পারে ৷ এই ঘটনার তদন্তে নেমে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে (rape allegation in Banda) ৷
এই প্রসঙ্গে বান্দা পুলিশের তরফে একটি টুইটে লেখা হয়েছে, "দেহাত কোতওয়ালি এলাকার ঘটনায় শ্লীলতাহানির বিষয়টি সামনে এসেছে ৷ 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এরপর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে ৷ তবে গণধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷"