বারাণসী, 8 সেপ্টেম্বর: বারাণসীতে প্রথমবার মহিলাদের জন্য আসন সংরক্ষণ করছে পর্যটন দফতর ৷ এর ফলে ট্যুর গাইড হিসেবে মহিলাদের নিয়োগ করবে উত্তরপ্রদেশ সরকার ৷ দেশবিদেশের পর্যটকদের বারাণসী ঘুরিয়ে দেখানোর জন্য মহিলা ট্যুর গাইডদের প্রশিক্ষণও দেবে পর্যটন দফতর ৷ মূলত, জি20 সম্মেলনে কাশীতে আসা মহিলা অতিথিদের জন্য আলাদা ট্যুর গাইডের প্রয়োজন পড়েছে ৷ সেই কারণে উত্তরপ্রদেশ পর্যটন দফতর মহিলা গাইড নিয়োগ এবং তাঁদের আসন সংরক্ষণের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছে ৷
বারাণসীতে পর্যটকদের বাড়তে থাকা সংখ্যা শুধুমাত্র পর্যটন ক্ষেত্রে নয়, এখানকার বাজারগুলিতে ব্যবসায়ীদের লাভবান করছে ৷ এর পাশাপাশি বারাণসীতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণে কর্মসংস্থানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৷ আর পর্যটক সংখ্যা বাড়ায় এবার গাইডদের চাহিদাও বেড়েছে ৷ আর তার উপর জি20 সম্মেলনে বিদেশি মহিলা অতিথিরা, মহিলা গাইডের খোঁজ করছেন ৷ তাই মহিলা গাইড নিয়োগ এবং তাদের আসন সংরক্ষণ করছে যোগী সরকার ৷
বারাণসী পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর আর কে রাওয়াত বলেন, ‘‘বর্তমানে বারাণসীতে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে ৷ গত কয়েক বছরের তুলনায় বারাণসীতে পর্যটকের সংখ্যা 10 গুণ বেড়েছে ৷ এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ৷ এখানে আসা পর্যটকদের বারাণসীর ঐতিহ্য এবং এর ঘাটগুলির সঙ্গে পর্যটকদের পরিচয় করাতে হয় ৷ এর জন্য আমাদের কিছু নতুন গাইড তৈরি করতে হবে ৷ বর্তমানে অধিদপ্তরের মাধ্যমে গাইডদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ আমরা জি20 সম্মেলনের জন্য এই গাইডদের ব্যবহার করছি ৷"
আরও পড়ুন:'জম্মু-কাশ্মীরের সৌন্দর্য আমায় অবাক করেছে', মন্তব্য মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার
আর কে রাওয়াত জানিয়েছেন, বর্তমানে বারাণসীতে মহিলা গাইডের চাহিদা রয়েছে ৷ পর্যটন দফতরে মহিলা গাইডের ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই বিষয়টি মাথায় রেখে গাইডদের প্রশিক্ষণে মহিলাদের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে ৷ এই শিবিরে 20 শতাংশের বেশি মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তিনি জানিয়েছেন, বর্তমানে ভারত সরকার ও রাজ্য সরকার উভয়ের তরফে গাইড নিয়োগ করা হচ্ছে ৷ তিনি জানিয়েছেন, পর্যটন দফতরের কাছে গাইডের চাকরির জন্য বহু আবেদনপত্র জমা পড়েছে ৷ তাঁদের ইন্টারভিউর পর, পর্যটন দফতর প্রশিক্ষণের ব্যবস্থা করছে ৷