কানপুর, 26 অগস্ট: তাজমহল দেখার ইচ্ছেপূরণের জন্য নিজের সাইকেল বিক্রি করে দিল কানপুরের বাসিন্দা এক কিশোর (UP Teen Sells Cycle to see Taj Mahal) ৷ আর বাড়িতে কিছু না জানিয়েই ওই কিশোর এবং তার 3 বন্ধু মিলে তাজমহল দেখতে আগরা পৌঁছে যায় তারা ৷ কিন্তু, যে তাজমহল দেখার জন্য এত কাঠখড় পোড়ানো, টাকার অভাবে সেই তাজমহলই দেখতে পেল না সাওয়ান নামে ওই কিশোর এবং তার বাকি 3 বন্ধু ৷
কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, সাওয়ান, দীপক, অভয় এবং কিষাণ ৷ এই চারজন অন্তরঙ্গ বন্ধু ৷ তারা আগরায় তাজমহল দেখার পরিকল্পনা করেছিল ৷ তার জন্য সাওয়ান নামে ওই কিশোর বন্ধু দীপকের কথায় 400 টাকায় নিজের সাইকেল বিক্রি করে দেয় ৷ এর পর 4 জন মিলে ট্রেন ধরে আগ্রা পৌঁছয় ৷ স্টেশন থেকে অটোয় তাজমহলে যায় ৷ কিন্তু, টাকা কম থাকায় তাজমহলের টিকিট কাটতে পারেনি তারা ৷ ফলে তাজমহল দেখাও হল না তাদের ৷ তবু হাল ছাড়তে রাজি হয়নি চার কিশোর। টাকা জোগাড় করতে আগ্রা স্টেশনের বাইরে একটি খাবারের দোকানে তারা কাজও করে ৷ সেখান থেকে উপার্জন হয় 300 টাকা ৷ কিন্তু এত করেও তাজমহল দেখার টাকা জোগাড় করতে পারেনি তারা ৷ ফলে বাধ্য হয়েই কানপুরে ফিরে আসতে হয় ৷