পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Teen Sells Cycle to see Taj Mahal তাজমহলের টানে সাইকেল বিক্রি করল কিশোর, তাও হল না তাজ দর্শন

তাজমহল দেখার স্বপ্নপূরণ করতে গিয়ে সাইকেল বিক্রি করে দিল এক কিশোর (UP Teen Sells Cycle to see Taj Mahal) ৷ তবে, তাতেও তাজমহল দর্শন হল না ৷ কানপুরের ওই কিশোর তার সাইকেল বিক্রি করে বন্ধুদের সঙ্গে আগরা গিয়েছিল ৷

Teen Sells Cycle to see Taj Mahal
Teen Sells Cycle to see Taj Mahal

By

Published : Aug 26, 2022, 10:39 AM IST

কানপুর, 26 অগস্ট: তাজমহল দেখার ইচ্ছেপূরণের জন্য নিজের সাইকেল বিক্রি করে দিল কানপুরের বাসিন্দা এক কিশোর (UP Teen Sells Cycle to see Taj Mahal) ৷ আর বাড়িতে কিছু না জানিয়েই ওই কিশোর এবং তার 3 বন্ধু মিলে তাজমহল দেখতে আগরা পৌঁছে যায় তারা ৷ কিন্তু, যে তাজমহল দেখার জন্য এত কাঠখড় পোড়ানো, টাকার অভাবে সেই তাজমহলই দেখতে পেল না সাওয়ান নামে ওই কিশোর এবং তার বাকি 3 বন্ধু ৷

কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, সাওয়ান, দীপক, অভয় এবং কিষাণ ৷ এই চারজন অন্তরঙ্গ বন্ধু ৷ তারা আগরায় তাজমহল দেখার পরিকল্পনা করেছিল ৷ তার জন্য সাওয়ান নামে ওই কিশোর বন্ধু দীপকের কথায় 400 টাকায় নিজের সাইকেল বিক্রি করে দেয় ৷ এর পর 4 জন মিলে ট্রেন ধরে আগ্রা পৌঁছয় ৷ স্টেশন থেকে অটোয় তাজমহলে যায় ৷ কিন্তু, টাকা কম থাকায় তাজমহলের টিকিট কাটতে পারেনি তারা ৷ ফলে তাজমহল দেখাও হল না তাদের ৷ তবু হাল ছাড়তে রাজি হয়নি চার কিশোর। টাকা জোগাড় করতে আগ্রা স্টেশনের বাইরে একটি খাবারের দোকানে তারা কাজও করে ৷ সেখান থেকে উপার্জন হয় 300 টাকা ৷ কিন্তু এত করেও তাজমহল দেখার টাকা জোগাড় করতে পারেনি তারা ৷ ফলে বাধ্য হয়েই কানপুরে ফিরে আসতে হয় ৷

এদিকে বাড়িতে কিছু না জানিয়ে চলে যাওয়ায় সমস্যা তৈরি হয় কানপুরে ৷ পরিকল্পনার কথা না জানায়, 4 কিশোরের নামে মিসিং ডায়েরি দায়ের করেন অভিভাবকরা ৷ দ্রুত তাদের খুঁজে দেওয়ার দাবিতে, 4 কিশোরের পরিবারের লোকজন কানপুর জাতীয় সড়ক অবরোধ করে ৷ পরিস্থিতি জটিল হতে থাকায় কানপুর পুলিশ কমিশনার বিপি জোগদান্দও ঘটনাস্থলে যান ৷ পরিবারের সদস্যদের তিনি আশ্বস্ত করেন যে, দ্রুত ওই 4 কিশোরকে তারা খুঁজে দেবে ৷ এরপর তারা নিজেরাই ফিরে আসে কানপুরে । তবে বকা খাওয়ার ভয়ে প্রথমে ওই 4 কিশোর বাড়িতে যায়নি ৷ বরং রাস্তায় ঘোরা ফেরা করতে থাকে ৷ তখনই তাদের খোঁজ পায় কানপুর পুলিশ । তুলে দেওয়া হয় পরিবারের হাতে ৷

আরও পড়ুন:জয়পুর থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পরিযায়ী শ্রমিক ! দুশ্চিন্তায় পরিবার

ABOUT THE AUTHOR

...view details