লখনউ, 29 অগস্ট:যোগীরাজ্যে মুজফফরনগরে শিক্ষিকার ধর্মীয় বিদ্বেষের শিকার হতে হয়েছিল খুদে সংখ্যালঘু ছাত্রকে ৷ শিক্ষিকার নির্দেশে তাকে চড় মেরেছিল তারই সহপাঠী ৷ এই নির্মম ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল জাতীয় মানবাধিকার কমিশন ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট দেখার পর তারা স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে ৷
স্কুলটি উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার খুব্বাপুর গ্রামে অবস্থিত । জানা গিয়েছে, বিদ্বেষের শিকার ছাত্রের পরিবার বলেছে যে, ক্লাস চলাকালীন নামতা বলতে ভুল করায় শিক্ষিকা তাকে মারতে নির্দেশ দেয় ক্লাসেরই অন্য ছাত্রদের ৷ ওই ঘটনার ভিডিয়ো 25 অগস্ট ভাইরাল হয় ৷ তারপরই এই ঘটনা নিয়ে শুরু হয় তীব্র নিন্দার ঝড় ৷ ওই শিক্ষক এবং স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে ৷
জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ জারি করে তার পর্যবেক্ষণে জানিয়েছে, মিডিয়া রিপোর্টের বিষয়বস্তু যদি সত্যি হয়, তাহলে আক্রান্তের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ৷ এই ঘটনায় চার সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যসচিব ও ডিজিকে ৷