মুজাফফরনগর, 26 অগস্ট:সাম্প্রদায়িক মন্তব্য এবং সহপাঠীদের দিয়ে দ্বিতীয় শ্রেণীর এক সংখ্য়ালঘু সম্প্রদায়ের ছাত্রকে চড় মারানোর অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ ৷ মুজাফফরনগর পুলিশ শনিবার জানিয়েছে, দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র হোমওয়ার্ক না করে আসার জন্য সাম্প্রদায়িক মন্তব্য করেন ওই শিক্ষিকা ৷ শুধু তাই নয়, অভিযুক্ত শিক্ষিকা এরপর এক ছাত্রকে ওই সংখ্যালঘু সহপাঠীকে চড় মারার নির্দেশ দেন। এখানেই শেষ নয়, পর পর বেশ কয়েকজন সহপাঠী ছাত্রটিকে চড় মারে তৃপ্তি ত্যাগী নামে ওই শিক্ষিকার নির্দেশে । খুব্বাপুর গ্রামের একটি স্কুলের শিক্ষিকার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই পদক্ষেপ করেছে পুলিশ ৷ ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷
সমাজবাদী পার্টি এই ঘটনার জন্য বিজেপি এবং আরএসএসের 'ঘৃণার রাজনীতি'কেই মূলত দায়ী করেছে। অন্যদিকে, বিজেপি পালটা একে সস্তার রাজনীতি বলে উড়িয়ে দিয়েছে ৷ একই সঙ্গে, আত্মপক্ষ সমর্থনে শিক্ষিকা তৃপ্তি ত্যাগী জানিয়েছেন, উত্তেজনা বাড়ানোর জন্যই ভিডিয়োটি ছড়ানো হয়েছে। তাঁর অবশ্য দাবি, সহপাঠীদের দিয়ে একজন ছাত্রকে চড় মারা তাঁর ভুল হয়েছিল ৷ তবে তিনি প্রতিবন্ধী হওয়ার জেরে বাধ্য হয়ে তাঁকে এই কাজ করতে হয়েছিল ৷ অভিযুক্ত শিক্ষিকার দাবি, তিনি ঠিক মতো দাঁড়াতে পারেন না বলেই ওই ছাত্রের কাছে পৌঁছতে পারেননি।
ছেলেটির পরিবারের অভিযোগ পাওয়ার পরই পুলিশ শিক্ষিকা তৃপ্তি ত্যাগীর বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে যে ধারাগুলি আনা হয়েছে তা এখনও প্রকাশ করেনি পুলিশ ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি শুক্রবার টুইট করে এই ঘটনার নিন্দা করে লিখেছেন, "নিরীহ শিশুদের মনে বৈষম্যের বিষ বপন করা, স্কুলের মতো পবিত্র স্থানকে ঘৃণার বাজারে পরিণত করা, একজন শিক্ষিকা এর চেয়ে খারাপ কিছু করতে পারেন না। এই জিনিস বিজেপি ছড়িয়ে দিয়েছে যা ভারতের প্রতিটি কোণে আগুন লাগিয়ে দিয়েছে। শিশুরা ভারতের ভবিষ্যৎ ৷ আমাদের সকলকে তাদের শেখাতে হবে ঘৃণা নয় ভালবাসা।"