লখিমপুর খেরি, 8 অক্টোবর : শেষমেশ লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্রকে (Ashish Mishra) সমন পাঠাল উত্তর প্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) ৷ অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Affairs) রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে ৷ গতকাল আশিস মিশ্রকে 8 অক্টোবর পুলিশের সামনে হাজিরা দেওয়ার নোটিস তার বাড়ির দরজায় সেঁটে দিয়ে এসেছে পুলিশ ৷ আশিসকে ডেকে পাঠানো কথা জানিয়েছেন আইজি (Inspector General) লক্ষ্মী সিং (Laxmi Singh) ৷
তিনকোনিয়া পুলিশ স্টেশনে (Tikonia police station) আশিস মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 302 (খুন) ধারায় এফআইআর করা হলেও গতকালের আগে অবধি তাকে গ্রেফতার করা হয়নি ৷ 3 অক্টোবরের লখিমপুর কাণ্ডে 8 জনের মৃত্যু হয়, তার মধ্যে 4 জন কৃষক ৷ এ নিয়ে তোলপাড় দেশের রাজনীতি ৷ গতকাল সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলার প্রথম দিনের শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ উত্তর প্রদেশ সরকারকে জিজ্ঞাসা করে, কতজন অভিযুক্ত এবং তাদের মধ্যে ক'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপরেই তড়িঘড়ি অভিযুক্ত আশিস মিশ্রকে সমন পাঠায় উত্তর প্রদেশ পুলিশ ৷ আর আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে যোগী সরকারকে ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Case : সুুপ্রিম কোর্টে লখিমপুর খেরি মামলার শুনানি আগামিকাল