লখনউ, 17 এপ্রিল: আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের খুনের তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, এই সিটের সদস্যসংখ্যা তিন ৷ এই ঘটনায় ইতিমধ্যেই তিন আততায়ীকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা ছাড়াও আরও কেউ এই চাঞ্চল্যকর হত্য়াকাণ্ডে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন সিটের সদস্যরা ৷
সংশ্লিষ্ট বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সতীশ চন্দ্র ৷ সিটের বাকি দুই সদস্য হলেন সহকারী পুলিশ কমিশনার প্রসাদ তিওয়ারি এবং প্রয়াগরাজ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ইন্সপেক্টর ওম প্রকাশ ৷ এই বিষয়ে প্রয়াগরাজ পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য সিট-কে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ সেই সময়ের মধ্যে যাবতীয় বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই তদন্ত করা হবে ৷
উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় অসংখ্য তথ্যপ্রমাণ জোগাড় করা হয়েছে ৷ সাক্ষীর সংখ্যাও অনেক বেশি ৷ বহু বৈদ্যুতিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে ৷ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এই সমস্ত তথ্যপ্রমাণ বৈজ্ঞানিক পদ্ধতিতে খতিয়ে দেখা হবে ৷ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে যাবতীয় তথ্যপ্রমাণ পরীক্ষা করা হবে ৷ সংশ্লিষ্ট আধিকারিকের দাবি, ন্যায্য ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সমস্ত পদক্ষেপ করা হয়েছে ৷