পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Drugs Recovered from Noida: নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার 300 কোটির নিষিদ্ধ মাদক, গ্রেফতার 9 বিদেশি - Noida Drug Recovery

রাজধানীর অদূরে রমরমিয়ে চলছিল বেআইনি মাদকের ব্যবসা। 300 কোটির নিষিদ্ধ মেঠামফেটামিনের বাজেয়াপ্ত করল পুলিশ। তার সঙ্গেই গ্রেফতার 9 বিদেশি ।

Rs 300 Drugs Recovered
নয়ডার উদ্ধার নিষিদ্ধ মাদক

By

Published : May 18, 2023, 8:00 AM IST

নয়ডা, 18 মে: তিনি স্কুলে রসায়ন পড়াতেন । রসায়নই ছিল তাঁর ভালোবাসা । শরীর সঙ্গ দিল না শেষমেশ । ধরা পড়ল ক্যানসার। ক্ষোভ আর হতাশা গ্রাস করল তাঁকে । নানা ঘটনার পর শেষমেশ হয়ে উঠলেন নিষিদ্ধ মাদকের কারবারি । শুধু কারবারি বললে অবশ্য কিছুই বলা হয় না। এই যজ্ঞের তিনিই হোতা, ঋত্বিক এবং যজমান । নিষিদ্ধ মাদক মেঠামফেটামিনের ব্যবসাকে ধীরে ধীরে অসম্ভব উচ্চতায় নিয়ে যান ওই শিক্ষক। জনপ্রিয় ওয়েব সিরিজ 'ব্রেকিং ব্যাড'-এর এই গল্প জানেন অনেকেই । এবার নয়ডায় সন্ধান মিলল এমনই এক কারখানার। সেখানেও কোটি কোটি টাকার মেঠামফেটামিন তৈরি হত । এই কারখানা থেকে মোট 46 কেজি মাদক উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান উদ্ধার মাদকের বাজারদর কমবেশি 300 কোটি। গ্রেফতার 9 বিদেশি । এরা সকলেই আফ্রিকার বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে ।

জানা গিয়েছে, গ্রেটার নয়ডার থেটা 2 এলাকার একটি তিনতলা বাড়িতে এই কারখানা খুলে বসেছিল আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা এই ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে চলছিল ব্যবসা। গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার লক্ষ্মী সিং জানিয়েছেন, মোট 300 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এর মধ্যে 200 কোটি টাকার মাদক তৈরি হয়ে গিয়েছে । বাকি যা কাঁচামাল পাওয়া গিয়েছে তা থেকে আরও 100 কোটির মাদক তৈরি করা সম্ভব। এছা়ড়া আরও বেশ কিছু উপাদান বাজেয়াপ্ত হয়েছে।

মেঠামফেটামিন এক ভয়াবহ মাদক। বড়ির পাশাপাশি পাউডার হিসেবেও বাজারে এই মাদক বিক্রি হয়। বিশেষজ্ঞরা বলেন, শরীরে প্রবেশ করে স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয়। এমনই ভয়াবহ মাদকের কারবার চলছিল নয়ডায়। শেষমেশ খোঁজ পেল পুলিশ। ধৃতদের জেরা করে নানা তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ। প্রথমেই তদন্তকারীরা জানতে চান, এই মাদক এখান থেকে কোথায় কোথায় যেত। তাছাড়া কীভাবে এই চক্র কাজ করত তাও জানতে চায় পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী প্রার্থী হোক প্রিয়াঙ্কা, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে কটাক্ষ তৃণমূলের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details