পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Rape and Murder Case: যুবতীকে 'ধর্ষণের পর' খুন, অভিযুক্ত প্রেমিকের 4 বন্ধু - Police said 4 accused were arrested

পুলিশ সুপার জানান, 23 তারিখ রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান যুবতী ৷ তখনই ঘটে এই নারকীয় ঘটনা ! প্রেমিকের চার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে (Police said 4 accused were arrested)৷

UP Rape and Murder Case
অভিযুক্ত প্রেমিকের 4 বন্ধু

By

Published : Aug 4, 2022, 11:55 AM IST

জৌনপুর, 4 অগস্ট: আরও এক নৃশংসতার সাক্ষী রইল দেশের সবচেয়ে বড় রাজ্য ৷ উত্তরপ্রদেশের জৌনপুর জেলার বাকসা থানা এলাকায় এক যুবতীকে ধর্ষণের পর খুন করে দেহ কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের বুধবার গ্রেফতার করেছে পুলিশ (Police said 4 accused were arrested) । জানা গিয়েছে ওই চার জন ওই যুবতীর প্রেমিকের বন্ধু । জেলার এসপি জানিয়েছেন, পুলিশের জেরায় অভিযুক্তরা অপরাধ স্বীকার করে নিয়েছে ৷

সূত্রের খবর, 23 জুলাই বাকসা এলাকার বাসিন্দা ওই যুবতীর বাবা থানায় মিসিং ডায়েরি করেন । এর দিন পাঁচেক বাদে গ্রামেরই একটি পুরনো কুঁয়ো থেকে যুবতীর দেহ উদ্ধার হয় । ময়নাতদন্তের পর বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হতে থাকে । অপরাধের ধরন বোঝার পর অপরাধীর খোঁজ শুরু হয় । এরই মধ্যে 2 অগস্ট থানায় ওই চার যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার । গোপন সূত্রে খবর পেয়ে জৌনপুর জেলার একটি জায়গা থেকেই তাদের গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন:নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে মমতা, সাক্ষাতের সম্ভাবনা মুর্মু-মোদির সঙ্গেও

জেলার পুলিশ সুপার (গ্রামীণ) শৈলেন্দ্রকুমার সিং জানিয়েছেন, 23 জুলাই রাতে ওই নির্যাতিতা নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে যান । সেখানেই প্রেমিকের চার বন্ধু তাঁকে ধর্ষণের পর খুন করে । দেহটিও কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল । লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চারজনকে গ্রেফতার করেছে । পুলিশের জেরায় ধৃতরা নিজেদের অপরাধ স্বীকার করেছে ।

ABOUT THE AUTHOR

...view details