লখনউ, 20 জানুয়ারি: দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউকে প্রতিহত করতে বারবার টিকাকরণে (covid vaccination) জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ সরকারের তরফেও তৎপরতা দেখানো হচ্ছে ৷ তবে টিকা নিতে বহু মানুষের মনে এখনও যে দ্বন্দ্ব (Avoiding Covid vaccine) অব্যাহত, তার প্রমাণ মিলল উত্তরপ্রদেশের দুটি ঘটনায় ৷ টিকা নেওয়ার কথা বোঝাতে গিয়ে এক মাঝির হাতে আক্রান্ত হতে হল এক স্বাস্থ্যকর্মীকে (man wrestles official to avoid covid shot)৷ অপর একটি ঘটনায় টিকা এড়াতে গাছে চড়ে বসে থাকলেন এক ব্যক্তি (Man climbs tree to dodge covid shot)৷ দুটি ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মাঝিকে টিকা নিতে অনুরোধ করছেন এক স্বাস্থ্যকর্মী ৷ তবে তাতে কিছুতেই রাজি নন সেই মাঝি ৷ তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি নেব না ৷" মাঝিকে ওই স্বাস্থ্যকর্মী বোঝানোর চেষ্টা করেন ৷ কেন টিকা নেবেন না, জানতে চান ৷ তবে তাতে আরও তেড়েফুঁড়ে ওঠেন মাঝি ৷ রাগের চোটে তিনি ঝাঁপিয়ে পড়েন স্বাস্থ্যকর্মীর উপর ৷ তাঁকে জলে ফেলে দেবেন বলে হুমকিও দেন ৷ তবে পরে তাঁকে অনেক বোঝানোর পর তিনি টিকা নিতে রাজি হন বলে জানিয়েছেন রেবতীর বিডিও অতুল দুবে ৷
আরও পড়ুন:Covid vaccine is not mandatory: ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোভিড টিকা নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র