লখনউ, 24 মে : উত্তরপ্রদেশে মুসলিম এক মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধর করল একদল স্বঘোষিত গোরক্ষক ৷ তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি আক্রান্ত মুসলিম ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে যোগী আদিত্যনাথের পুলিশ ৷
আক্রান্ত ব্যক্তির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে আক্রান্ত ব্যবসায়ী মহম্মদ শাকিরের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ ৷ এ ক্ষেত্রে পশুদের হত্যার অপরাধ, সংক্রমণ ছড়াতে পারে এমন কাজ করা ও কোভিড লকডাউন নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ৷ শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, শাকিরকে গ্রেফতার করা হলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য হওয়ায় তাঁকে সংশোধনাগারে যেতে হয়নি ৷ বাড়িতেই চিকিত্সা চলছে শাকিরের ৷
তবে এই গণপিটুনির ঘটনার মূল অভিযুক্ত মনোজ ঠাকুরকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পলাতক আরও একজন ৷ গ্রেফতার হয়েছে চারজন হামলাকারী ৷