পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যোগীরাজ্যে মুসলিম মাংসবিক্রেতাকে বেধড়ক মার গোরক্ষকদের ! - উত্তরপ্রদেশে গণপিটুনি

উত্তরপ্রদেশে মুসলিম মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল স্বঘোষিত গোরক্ষকের বিরুদ্ধে ৷ পুলিশ দু পক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে ৷

UP: Muslim Man Assaulted By Cow Vigilantes, police File Case Against Him
মুসলিম মাংসবিক্রেতাকে বেধড়ক মার গোরক্ষকদের, আক্রান্তের বিরুদ্ধে মামলা যোগীর পুলিশের

By

Published : May 24, 2021, 2:42 PM IST

Updated : May 24, 2021, 3:59 PM IST

লখনউ, 24 মে : উত্তরপ্রদেশে মুসলিম এক মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধর করল একদল স্বঘোষিত গোরক্ষক ৷ তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি আক্রান্ত মুসলিম ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে যোগী আদিত্যনাথের পুলিশ ৷

আক্রান্ত ব্যক্তির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে আক্রান্ত ব্যবসায়ী মহম্মদ শাকিরের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ ৷ এ ক্ষেত্রে পশুদের হত্যার অপরাধ, সংক্রমণ ছড়াতে পারে এমন কাজ করা ও কোভিড লকডাউন নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ৷ শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, শাকিরকে গ্রেফতার করা হলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য হওয়ায় তাঁকে সংশোধনাগারে যেতে হয়নি ৷ বাড়িতেই চিকিত্সা চলছে শাকিরের ৷

মুসলিম মাংসবিক্রেতাকে বেধড়ক মার গোরক্ষকদের, আক্রান্তের বিরুদ্ধে মামলা যোগীর পুলিশের

তবে এই গণপিটুনির ঘটনার মূল অভিযুক্ত মনোজ ঠাকুরকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পলাতক আরও একজন ৷ গ্রেফতার হয়েছে চারজন হামলাকারী ৷

মোরাদাবাদের পুলিশ প্রধান প্রভাকর চৌধরি জানিয়েছেন, "এক মাংস বিক্রেতাকে মারধরের ভিডিয়ো হাতে পেয়ে আমরা মামলা দায়ের করি ৷ 5-6 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ খুব শিগগিরই পলাতকদের ধরতে পারব বলে আশা করছি ৷"

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগ, তথাগতর বিরুদ্ধে এফআইআর

মোরাদাবাদের কাটঘর থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে ৷ অভিযোগ, শাকির মহিষের মাংস স্কুটারে করে নিয়ে যাওয়ার সময় মনোজ ঠাকুরের নেতৃত্বে হামলাকারীরা শাকিরের থেকে 50,000 টাকা দাবি করে ৷ এরপর তাঁকে হেনস্থা করা হয় ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, লাঠি দিয়ে শাকিরকে বেধড়ক মারধর করছে হামলাকারীরা ৷ তাদের মধ্যে একজন নিজেকে গোরক্ষক বলে দাবি করে ৷

Last Updated : May 24, 2021, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details