বাহরাইচ, 16 নভেম্বর : বছর তেইশের যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাহরাইচে । ঘটনায় জড়িত 3 অভিযুক্তকে পুলিশ আটক করেছে । গতরাতে খৈরি দিকোলি গ্রামের ঘটনা ।
সূত্রের খবর, মৃত যুবক তাঁর কাকার বাড়ির সামনে প্রস্রাব করেন । প্রতিবেশী রাম মুরাত, আত্মা রাম, রামপাল সানেহি এবং মনজিৎ তা দেখতে পেয়ে লাঠিপেটা করে ।