মিরজাপুর, 21 জানুয়ারি: শনিবার চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মির্জাপুর আদালত ৷ এখানে দুর্ঘটনাবশত নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছিটকে আহত হলেন এক বিচারক ৷ ঘটনার সময় আদালতে নিজের কক্ষেই গাউন পরিহিত অবস্থায় ছিলেন তালেওয়ার সিং নামে ওই বিচারক ৷ গুলিটি তাঁর পায়ে লাগে বলে জানা গিয়েছে ৷
এই ঘটনার পরেই তালেবর সিং নামে ওই অতিরিক্ত জেলা বিচারককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর পা থেকে গুলিটি বের করেন ৷ পুলিশ জানিয়েছেন, এদিন যখন তাঁর চেম্বারে গাউন পরছিলেন ওই বিচারক তখন আচমকা তাঁর বন্দুকটি নীচে পড়ে যায় ৷ তা থেকে গুলি ছিটকে তাঁর পায়ে লাগে ৷ এই ঘটনার পরে গুলির শব্দে আদালত চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয় ৷ আইনজীবীরা দৌঁড়ে ওই বিচারকের চেম্বারে যান ৷ তাঁকে উদ্ধার করে আইনজীবীরাই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান ৷ বর্তমানে ওই বিচারকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ বিপদমুক্ত রয়েছেন তিনি (judge shoots himself accidentally in Mirzapur) ৷