বরেলি, 13 জুলাই: ভালোবাসার বন্ধন তো আছেই ৷ এ বার সমাজের যাবতীয় ট্যাবুকে বুড়ো আঙুল দেখিয়ে একে-অপরের সঙ্গে আষ্টে-পিষ্টে বেঁধে থাকতে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন দুই বান্ধবী ৷ বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তন করেছেন তাঁদের মধ্যে একজন ৷ তাঁরা রেজিস্ট্রি করে বিয়ে করার আবেদন জানিয়েছেন এসডিএম আদালতে ৷ এ বিষয়ে সরকারি আইনজীবীর মতামত চেয়েছেন এসডিএম ।
উত্তরপ্রদেশের বরেলির ঘটনা ৷ বেসরকারি ক্ষেত্রে কর্মরত দুই কন্যার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল ৷ ক্রমে তা প্রেমে পরিণতি পায় ৷ তারপরই তাঁরা সিদ্ধান্ত নেন যে, তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন ৷
বিয়ের রেজিস্ট্রি করার আবেদন: জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন বাদাউনের ও অপরজন বরেলির বাসিন্দা । তাঁদের দুজনের মধ্যে আলাপ হওয়ার পর কিছুদিনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় ৷ তবে সেই বন্ধুত্ব আরও গাঢ় হলে তাতে আপত্তি জানায় দু পক্ষের পরিবার ৷ দুই বান্ধবীর মধ্যে প্রেমের সম্পর্ক তারা মেনে নিতে পারেনি ৷ তবে সিদ্ধান্তে অটল থাকে দুই বান্ধবী ৷ তাঁরা বিয়ের সিদ্ধান্তে বদ্ধপরিকর ৷ পরিবারের বিরোধিতা সত্ত্বেও তাঁরা গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিতে শুরু করেছেন ৷ তাঁরা রেজিস্ট্রি করে একেবারে পাকাপোক্ত ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সে জন্যই এসডিএম আদালতে আবেদনও জানিয়েছেন তাঁরা ৷