পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Same Sex Marriage: প্রেমের তাগিদে লিঙ্গ পরিবর্তন, বিয়ের রেজিস্ট্রির আবেদন 2 বান্ধবীর - Girl Friends Love Story

বরেলিতে ভালোবেসে একে-অপরকে বিয়ে করতে চান দুই বান্ধবী ৷ এ জন্য, তাঁদের মধ্যে একজন লিঙ্গ পরিবর্তন করেছেন ৷ বিবাহ নিবন্ধনের জন্য এসডিএম আদালতে আবেদন করেছেন তাঁরা ।

Same Sex Marriage
Same Sex Marriage

By

Published : Jul 13, 2023, 5:44 PM IST

বরেলি, 13 জুলাই: ভালোবাসার বন্ধন তো আছেই ৷ এ বার সমাজের যাবতীয় ট্যাবুকে বুড়ো আঙুল দেখিয়ে একে-অপরের সঙ্গে আষ্টে-পিষ্টে বেঁধে থাকতে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন দুই বান্ধবী ৷ বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তন করেছেন তাঁদের মধ্যে একজন ৷ তাঁরা রেজিস্ট্রি করে বিয়ে করার আবেদন জানিয়েছেন এসডিএম আদালতে ৷ এ বিষয়ে সরকারি আইনজীবীর মতামত চেয়েছেন এসডিএম ।

উত্তরপ্রদেশের বরেলির ঘটনা ৷ বেসরকারি ক্ষেত্রে কর্মরত দুই কন্যার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল ৷ ক্রমে তা প্রেমে পরিণতি পায় ৷ তারপরই তাঁরা সিদ্ধান্ত নেন যে, তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন ৷

বিয়ের রেজিস্ট্রি করার আবেদন: জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন বাদাউনের ও অপরজন বরেলির বাসিন্দা । তাঁদের দুজনের মধ্যে আলাপ হওয়ার পর কিছুদিনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় ৷ তবে সেই বন্ধুত্ব আরও গাঢ় হলে তাতে আপত্তি জানায় দু পক্ষের পরিবার ৷ দুই বান্ধবীর মধ্যে প্রেমের সম্পর্ক তারা মেনে নিতে পারেনি ৷ তবে সিদ্ধান্তে অটল থাকে দুই বান্ধবী ৷ তাঁরা বিয়ের সিদ্ধান্তে বদ্ধপরিকর ৷ পরিবারের বিরোধিতা সত্ত্বেও তাঁরা গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিতে শুরু করেছেন ৷ তাঁরা রেজিস্ট্রি করে একেবারে পাকাপোক্ত ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সে জন্যই এসডিএম আদালতে আবেদনও জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:সমকামী বিয়ের বৈধতায় সায় নেই সাধুদের ! দেখা করবেন মোদি-মুর্মুর সঙ্গে

লিঙ্গ পরিবর্তন করে বিয়ে: জানা গিয়েছে, দুই বান্ধবীর মধ্যে একজন জটিল চিকিৎসা পদ্ধতির দ্বারা তাঁর লিঙ্গ পরিবর্তন করে মহিলা থেকে পুরুষ হয়েছেন । এরপর তাঁরা দুজনেই এসডিএম সদরের আদালতে বিবাহ নিবন্ধনের আবেদন করেন । বিয়ের রেজিস্ট্রেশনের আবেদন পাওয়ার পর এসডিএম সদর প্রত্যুষ পাণ্ডে এ বিষয়ে সরকারি আইনজীবীদের কাছ থেকে আইনি মতামত চেয়েছেন ।

খতিয়ে দেখা হচ্ছে আইনি দিক: এসডিএম সদর প্রত্যুষ পাণ্ডে জানিয়েছেন, "বিশেষ বিবাহ আইনের অধীনে একটি আবেদন এসেছে । সেই অনুযায়ী কেউ যদি এখানে তাঁর বিয়ে রেজিস্ট্রি করতে চান, তবে তিনি এসডিএম-এর কাছে আবেদন জানাতে পারেন । এ ক্ষেত্রে যেহেতু লিঙ্গ পরিবর্তনের পর আবেদন এসেছে, তাই আইনি মতামত চাওয়া হয়েছে । কারণ, এ ধরনের মামলা প্রথমবার আমাদের সামনে এসেছে, তাই আমরা জানতে চাই, এতে আইনগত বিধান কী এবং নিয়ম অনুযায়ী যা হবে তাই করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details