পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kanpur Accident: কানপুরের দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, ঘটনাস্থলে 2 মন্ত্রীকে পাঠালেন যোগী - যোগী আদিত্যনাথ

কানপুরের দুর্ঘটনায় (Kanpur Accident) মৃতের সংখ্যা বেড়ে হল 26 ৷ ঘটনাস্থলে 2 মন্ত্রীকে পাঠিয়েছেন যোগী আদিত্যনাথ ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

up-death-toll-rises-to-26-killed-as-tractor-trolley-falls-into-pond-in-kanpur
কানপুরের দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, ঘটনাস্থলে 2 মন্ত্রীকে পাঠালেন যোগী

By

Published : Oct 2, 2022, 10:08 AM IST

কানপুর, 2 অক্টোবর:উত্তরপ্রদেশের কানপুরে পথ দুর্ঘটনায় (Kanpur Road Accident) মৃতের সংখ্যা বেড়ে হল 26 ৷ অনেকেই গুরুতর জখম (UP Death toll rises)৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Tractor trolley falls into pond)৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিশাখ জি আইয়ার জানিয়েছেন, শনিবার কানপুরের একটি গ্রামে একটি ট্র্যাক্টর-ট্রলি উলটে পুকুরে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু ৷ তিনি আরও জানিয়েছেন, ট্র্যাক্টর-ট্রলিটিতে 50 জন যাত্রী ছিলেন ৷ ফতেহপুরের চন্দ্রিকা দেবী মন্দিরে একটি মুণ্ডন অনুষ্ঠান সেরে তাঁরা যাচ্ছিলেন ঘাতমপুরে ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই 12 জনের মৃত্যু হয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইটে লিখেছেন, "কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় ব্যথিত । যাঁরা নিজেদের কাছের মানুষ ও প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ আহতদের জন্য প্রার্থনা করুন ৷ স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে ৷"

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ট্র্যাক্টর-ট্রলি, কানপুরে মৃত কমপক্ষে 25 পুণ্যার্থী

উদ্ধারকাজ তদারকির জন্য ঘটনাস্থলে দুই মন্ত্রী রাকেশ সাচান ও অজিত পালকে পাঠিয়েছেন যোগী আদিত্যনাথ ৷ মানুষ যাতে শুধুমাত্র চাষবাস ও মালপত্র বহনের জন্য ট্রাক্টর-ট্রলি ব্যবহার করেন, তাতে যেন যাত্রীদের না তোলা হয়, সেই আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷

দুর্ঘটনার মৃতের পরিবারবর্গকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিল থেকেও মৃত এবং আহতদের পরিবারবর্গকে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে দাঁড়িয়ে নিজে উদ্ধারকাজে তদারকি করছেন, লখনউয়ে জানিয়েছেন সরকারি মুখপাত্র ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ৷

ABOUT THE AUTHOR

...view details