পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gorokhpur Zoo: গোরক্ষপুর চিড়িয়াখানায় দু’টি চিতাবাঘের নামকরণ করবেন যোগী আদিত্যনাথ - সাদা বাঘিনী গীতা

আগামিকাল, দশমীতে গোরক্ষপুর চিড়িয়াখানায় (Gorokhpur Zoo) যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ সেখানে তিনি নামকরণ করবেন দু’টি চিতাবাঘ শাবকের ৷

UP CM Yogi Adityanath to name 2 leopard cubs at Gorakhpur zoo
Gorokhpur Zoo: গোরক্ষপুর চিড়িয়াখানায় দু’টি চিতাবাঘের নামকরণ করবেন যোগী আদিত্যনাথ

By

Published : Oct 4, 2022, 11:29 AM IST

গোরক্ষপুর (উত্তর প্রদেশ), 4 অক্টোবর : দু’টি চিতাবাঘ শাবকের নামকরণ করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ আগামিকাল, বুধবার রাজ্যের গোরক্ষপুর চিড়িয়াখানায় (Gorokhpur Zoo) যাবেন তিনি ৷ সেখানেই তিনি নামকরণ করবেন দু’টি চিতাবাঘ শাবকের (Yogi to name 2 leopard cubs) ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে দেওয়া বিবৃতিতে এমনই জানানো হয়েছে ৷

ওই বিবৃতিতে জানানো হয়েছে যে চিতাবাঘের শাবক দু’টি আপাতত রয়েছে হাসপাতালে ৷ পরে সেগুলিকে জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হবে ৷ তবে এবারের সফরে সাদা বাঘিনী গীতাকে (White Tigress Geeta) জনসাধারণের জন্য উন্মুক্ত করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷

ওই বাঘিনীকে আড়াই মাস আগে নিয়ে আসা হয়েছিল গোরক্ষপুর চিড়িয়াখানায় ৷ গত 20 জুন লখনউ চিড়িয়াখানা থেকে সেটিকে নিয়ে আসা হয় ৷ এতদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরদারিতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল ওই সাদা বাঘিনীকে ৷ এবার তা জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ৷

উত্তরপ্রদেশের ওই চিড়িয়াখানায় বন্য়প্রাণ উদযাপন সপ্তাহ পালন করা হচ্ছে (Wildlife Week Celebrations) ৷ সেই উপলক্ষেই অক্টোবরের 5 তারিখ গোরক্ষপুর চিড়িয়াখানায় যাচ্ছেন যোগী ৷ সেখানে তিনি দু’টি হিমালয়ান ব্ল্য়াক বিয়ারকেও সাধারণের জন্য উন্মুক্ত করতে পারেন ৷ কানপুর চিড়িয়াখানা থেকে ওই দু’টিকে আনা হয়েছিল গোরক্ষপুর চিড়িয়াখানায় ৷

আরও পড়ুন :চিতাকে নিয়ে তিন-তিনটে প্রতিযোগিতা, দেশবাসীকে অংশ নেওয়ার আর্জি মোদির

ABOUT THE AUTHOR

...view details