লখনউ, 13 এপ্রিল : আইসোলেশনে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ টুইট করে নিজেই একথা জানালেন তিনি ৷
আজ সন্ধে নাগাদ একটি টুইট করেন আদিত্য়নাথ ৷ সেখানে লেখেন, তাঁর অফিসের বেশ কয়েকজন অফিসারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সেকারণে তিনি আইসোলেশনে রয়েছেন ৷
আরও পড়ুন- গতকালের তুলনায় দেশে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
হিন্দিতে করা ওই টুইটে তিনি লিখেছেন, "আমার অফিসের কয়েকজন করোনা পজিটিভ রয়েছে ৷ তাঁরা আমার সংস্পর্শে এসেছেন ৷ সেকারণে আমি নিজেকে আইসোলেট করে নিয়েছি ৷ এবং আমি অফিসের সব কাজ ভার্চুয়ালি সারছি ৷" কয়েকদিন আগেও বেশ কয়েকবার এরাজ্য়ে নির্বাচনী প্রচারে এসেছেন যোগী আদিত্য়নাথ ৷
এদিকে আজ একটু স্বস্তির খবর পাওয়া গেছে ৷ দেশে কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1 লাখ 61 হাজার 736 ৷ গতকাল যা ছিল 1 লাখ 68 হাজার 912 । কমেছে দৈনিক মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 879 জন ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 904 ৷