লখনউ (উত্তরপ্রদেশ), 11 জুলাই : জনসংখ্যার ভারসাম্য কোনওভাবেই নষ্ট হতে দেওয়া উচিত নয় ৷ সোমবার এমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা সংক্রান্ত কর্মসূচিও (population control programme) সফল ভাবে চলা উচিত ৷
সোমবার উত্তরপ্রদেশে ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ পক্ষ’ শুরু হল (population control fortnight) ৷ সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যোগী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতা মূলক কর্মসূচি গত এক পাঁচ দশক ধরে চলে আসছে ৷ জনসংখ্যা যতক্ষণ রোগমুক্ত, ততক্ষণ তা সমাজের পক্ষে ভালো ৷ কিন্তু জনসংখ্যার বিস্ফোরণ নিজেই একটা সমস্যা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে ৷