লখনউ, 11 জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবসে (World Population Day) নিজের বাসভবন থেকে 2021-2030 সালের জন্য নয়া জনসংখ্যা নীতি (New Population Policy) প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷ জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন তিনি ৷ যোগী জানান, জনসংখ্যা বৃদ্ধির হার 2026 সালের মধ্যে প্রতি হাজারে 2.1 ও 2030 সালের মধ্যে তা আরও কমিয়ে প্রতি এক হাজারে 1.9 করাই নয়া নীতির লক্ষ্য ৷ জনসংখ্য়া নিয়ন্ত্রণে দুই সন্তানের মধ্যে ব্যবধান বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি ৷
বর্তমানে উত্তরপ্রদেশের মোট জন্ম হার 2.7 শতাংশ ৷ নয়া জনসংখ্য়া নীতি প্রকাশ করে আদিত্যনাথ বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যা উন্নয়নে বাধা সৃষ্টি করে ৷ সে জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণে আরও অনেক বেশি সচেষ্ট হওয়া প্রয়োজন ৷ যোগীর কথায়, "বিশ্বজুড়ে নানা সময়ে উদ্বেগ প্রকাশ করে এটাই বলা হয়েছে যে, জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নে বাধা সৃষ্টি করে ৷ গত চার দশক ধরে এই নিয়ে আলাপ-আলোচনা চলছে ৷ জনসংখ্যা বৃদ্ধির হার দারিদ্র্যের সঙ্গেও জড়িত ৷ প্রত্যেক সম্প্রদায়ের কথা বিবেচনা করেই 2021-2030 জনসংখ্যা নীতি তৈরি হয়েছে ৷"
আরও পড়ুন:পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির
বন্ধ্যাত্ব দূরীকরণ, প্রসবকালীন শিশু মৃত্যুর হার কমানো ও যথাযথ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দ্বারা জনসংখ্যায় স্থিতাবস্থা রক্ষার প্রচেষ্টার কথাও বলা হয়েছে জনসংখ্যা নীতিতে ৷ এ ছাড়াও বয়স্কদের যত্নে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি 11 থেকে 19 বছর বয়সের বয়ঃসন্ধির ছেলেমেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নয়া নীতিতে জানানো হয়েছে ৷ যোগীর কথায়, "শুধু জনসংখ্যায় স্থিতাবস্থা আনাই জনসংখ্যা নীতির লক্ষ্য নয়, প্রত্যেক নাগরিকের ঘরের দরজায় আনন্দ ও উন্নতি পৌঁছে দেওয়াই এর লক্ষ্য ৷"