লখনউ (উত্তরপ্রদেশ), 3 সেপ্টেম্বর : ড্রাগ মাফিয়াদের (Drug Mafia) বিরুদ্ধে বিশেষ প্রচার চালাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ এই প্রচারের জেরে তাঁর জনপ্রিয়তা বেশ খানিকটা বেড়েছে ৷ ফলে টুইটারেও (Twitter) বেড়েছে তাঁর ফলোয়ারের সঙ্গে ৷ এর জেরে তিনি পিছনে ফেলে দিলেন কংগ্রেসের রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ৷ ওয়েনাড়ের সাংসদের এখন টুইটারে ফলোয়ার সংখ্যা 21.4 মিলিয়ন ৷ আর যোগী আদিত্যনাথের ফলোয়ার সংখ্যা 21.5 মিলিয়ন ৷
সম্প্রতি ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে এই প্রচার শুরু করেছেন যোগী আদিত্যনাথ ৷ যা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে ৷ সেখানে #যোগীএগেনেস্ট_ড্রাগমাফিয়া (#YogiAgainst_DrugMafia), যার অর্থ ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ ৷ এই হ্যাশট্যাগও জনপ্রিয় হয়েছে ৷ গত 27 অগস্ট এই হ্যাশট্যাগ দিয়ে 38 হাজার নেটিজেন টুইট করেন ৷ যা পৌঁছে যায় 66 মিলিয়ন নেট ব্যবহারকারীর কাছে ৷