লখনউ, 17 মার্চ : অনেক রেকর্ড ভেঙে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath) ৷ এক সপ্তাহ আগেই চলে এসেছে ভোটের ফল ৷ কিন্তু এখনও জানা যায়নি যে, কবে তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন (When will Yogi take Oath) ৷
বিজেপির একটি সূত্রের দাবি, এই টালবাহানার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) থেকে সময় পাওয়া নিয়ে ৷ কারণ, শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন ৷ তাই তিনি যেদিন সময় দেবেন, সেদিনই হবে যোগী-2 সরকারের শপথগ্রহণ (UP CM Swearing in Ceremony Date will be Decided after PM Narendra Modi Green Signal) ৷ কিন্তু মোদি এখন ব্যস্ত থাকায়, সময় দিতে পারছেন না ৷
বিজেপির ওই সূত্রের দাবি, আগামী 24 মার্চ হতে পারে শপথগ্রহণ, যদি সেদিন প্রধানমন্ত্রী সময় দেন ৷ অথবা 22 কিংবা 23 মার্চও শপথের দিন হিসেবে নির্ধারিত করা হতে পারে ৷