লখনউ, 25 নভেম্বর : অযোধ্যা বিমানবন্দরের নাম মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম করার পদক্ষেপ করল উত্তরপ্রদেশ সরকার ৷ আজ যোগী সরকারের মন্ত্রিসভা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করল ৷ এবার প্রস্তাবটি উত্তরপ্রদেশ বিধানসভায় পাশ করাতে হবে ৷
অযোধ্যা বিমানবন্দর হচ্ছে রামের নামে, অনুমোদন উত্তরপ্রদেশ সরকারের - শ্রীরাম বিমানবন্দর
এরপর প্রস্তাবটি উত্তরপ্রদেশ বিধানসভায় পাশ করাতে হবে ৷ তারপর তা অসামরিক বিমান মন্ত্রকের কাছে পাঠানো হবে ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে আজ মন্ত্রিসভার বৈঠক হয় ৷ সেখানেই প্রস্তাবে সিলমোহর দেওয়া হয় ৷ পরে জানানো হয়, বিধানসভায় প্রস্তাব পাশের পর তা পাঠানো হবে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকে ৷ তারা প্রস্তাবে অনুমোদন দিলেই অযোধ্যা বিমানবন্দরের নাম হবে শ্রী রাম বিমানবন্দর ৷
2018 সালে দীপাবলির আগের সন্ধ্যায় দীপোৎসব অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন, অযোধ্যায় আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় টার্মিনাল থাকবে ৷ এবং উত্তরপ্রদেশের অন্যতম বড় বিমানবন্দর হবে ৷