পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Assembly History: অধিবেশনের একটি দিন শুধুই মেয়েদের, ইতিহাস যোগী রাজ্যে - a day in UP Assembly only for Women

22 সেপ্টেম্বর, উত্তরপ্রদেশ(UP Assembly History)তথা দেশের বিধানসভায় ইতিহাস তৈরি হতে চলেছে ৷ যোগী আদিত্যনাথের ঘোষণা অনুযায়ী এই দিনটি বিধানসভা ও বিধান পরিষদে কেবলমাত্র মহিলা সদস্যদের জন্য উৎসর্গ করা হবে ৷

ETV Bharat
ইতিহাস যোগী রাজ্যে

By

Published : Sep 19, 2022, 10:22 AM IST

Updated : Sep 19, 2022, 11:00 AM IST

লখনউ(উত্তর প্রদেশ), 19 সেপ্টেম্বর: আজ থেকে যোগী রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন ৷ এই বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, 22 সেপ্টেম্বর দিনটিকে মহিলাদের জন্য উৎসর্গ করা হয়েছে(a day in Assembly only for Women Announced Yogi Adityanath)৷ এদিন বিধানসভা ও বিধান পরিষদের মহিলা সদস্যরা অধিবেশন কক্ষে উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন ৷ পাশাপাশি নারীদের উন্নয়নে রাজ্য প্রশাসন যে সমস্ত প্রকল্প আছে সেগুলি নিয়েও নিজেদের মত প্রকাশ করবেন তাঁরা ।

অধিবেশন শুরুর প্রাক্কালে রবিবার দলীয় সদস্য ও জোটসঙ্গীদের এমনই বার্তা দেন যোগী আদিত্যনাথ ৷ কোনও রাজ্যে এই প্রথম মহিলাদের জন্য বিধানসভা কক্ষে একটি দিন উৎসর্গ করা হল(a day in UP Assembly only for Women)৷ 22 সেপ্টেম্বর বিধানসভার 47 জন মহিলা সদস্য ও বিধান পরিষদের 6 সদস্যকে নিয়ে চলবে অধিবেশন ৷

আরও পড়ুন :RSS Dussehra Event: 92 বছরে প্রথমবার, আরএসএস আয়োজিত দশেরার অনুষ্ঠানে প্রধান অতিথি এক মহিলা

এই বিশেষ অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী বিধানসভা ও বিধান পরিষদের মহিলা সদস্যদের রাজ্যের মহিলাদের সুরক্ষা, সম্মান ও আত্মনির্ভরতার জন্য রাজ্য সরকার কর্তৃক পরিচালিত মিশন শক্তি এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে কথা বলতে অনুরোধ করেছেন ৷

এমনকী এই দিনটিকে বিশেষ করে তুলতে তিনি সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ খান্নাকে অনুরোধ করেছেন উভয় কক্ষের একজন মহিলা সদস্যকে প্রিসাইডিং অফিসার করার জন্য ৷ এছাড়াও বাকি সদস্যদের উদ্দেশ্য তিনি জানান, নিষ্ঠা ও আদর্শ আচরণের সঙ্গে অধিবেশন কক্ষে তাঁরা যেন সঠিক সময়ে অংশগ্রহণ করেন ৷ যার কোনও কারণে এই অধিবেশনে যোগ দিতে পারবেন না তাঁরা যেন অবশ্যই নিজেদের হুইপকে বিষয়টি অবহিত করেন যাতে অধিবেশন যথা সময়ে শুরু হতে পারে ৷

চলতি বছরে উত্তরপ্রদেশে একাধিক নারী নির্যাতনের ঘটনা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যোগী সরকারের নিজেদের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখতেই এই ধরনের উদ্যোগ নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :যোগী-কপ্টারে পাখির ধাক্কা ! খুব জোর প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী

Last Updated : Sep 19, 2022, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details