পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Family Seeks Euthanasia: ডজন খানেকেরও বেশি 'মিথ্যা মামলা' ! যোগীর কাছে স্বেচ্ছামৃত্যু চাইল পরিবার - যোগীর কাছে মৃত্যুর আবেদন

তপশিলি জাতি ও উপজাতি আইনে অনেকগুলি মামলা দায়ের হয়েছে আলিগড়ের একটি পরিবারের বিরুদ্ধে ৷ এর থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছে না তারা ৷ তাই যোগীর কাছে মৃত্যুর আবেদন জানাল পরিবারটি (Euthanasia to get rid off cases) ৷

Aligarh family Euthanasia
ETV Bharat

By

Published : Oct 15, 2022, 12:05 PM IST

আলিগড়, 15 অক্টোবর: মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাল একটি পরিবার ৷ কারণ, তাদের নামে একগুচ্ছ 'মিথ্যা মামলা' দায়ের হয়েছে ৷ এত মামলায় নাজেহালপরিবারের কারও আর বাঁচবার ইচ্ছে নেই ৷ তাই এই আবেদন । ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে (UP Aligarh family wants to die over alleged false cases) ৷

কোতওয়ালি ইগলাস এলাকায় থাকেন মুন্নি দেবী ৷ তাঁর দাবি, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি আইনে (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) এবং শ্লীলতাহানির অভিযোগে একডজনেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে তাঁর পরিবারের বিরুদ্ধে ৷ এই চাপ আর নিতে পারছেন না সদস্যরা ৷ এর থেকে মৃত্যু ভালো ৷ তাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের সকলকে স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়া হোক ৷ এদিকে শনিবারই আলিগড়ে যাওয়ার কথা রয়েছে যোগীর ৷

আরও পড়ুন: উত্তর প্রদেশে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 1

মুন্নি দেবীর পরিবারের দাবি, এই সমস্যার সমাধানে এর আগে গ্রামে মহাপঞ্চায়েত সভা করেছিল ৷ কিন্তু পুলিশ তার মধ্যে হস্তক্ষেপ করে ৷ মহাপঞ্চায়েত পরিবারকে যে আশ্বাস দিয়েছিল, তা আর বাস্তবায়িত হয় না ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, যাঁরা এই মহাপঞ্চায়েতের আয়োজন করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে ৷ তাই মহাপঞ্চায়েতও মামলা থেকে রেহাই দিতে পারেনি পরিবারটিকে ৷ এই অবস্থায় পরিবারটি বাড়ির সামনে স্বেচ্ছামৃত্যু চেয়ে পোস্টার লাগিয়েছে ৷

সরকারের কাছে মুন্নি দেবীর আরও আবেদন, যোগী সরকার তাদের সম্পত্তি নিয়ে নিক ৷ এক সদস্য বলেন, "হয় সরকার আমাদের ফাঁসি দিয়ে দিন আর নতুবা বিচার দিন ৷" জেলার পুলিশ সুপার (গ্রামীণ) পলাশ বনসল জানান, ওই পরিবারটির বিরুদ্ধে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির কড়া আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে ৷ ওই পরিবারটি একজন মহিলাকে হেনস্থা করেছে ৷ তাঁর কথায়, "আমরা এই ঘটনাটির তদন্ত করছি ৷ সার্কল অফিসার পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details