পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Muzaffarnagar Conversion Case: মুজফফরনগরে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন - ইসলাম ত্যাগ করে হিন্দুত্ব গ্রহণ

উত্তরপ্রদেশের মুজফফরনগরে (Muzaffarnagar Conversion Case) ইসলাম ত্যাগ করে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন (People Return to Hinduism)৷ সপা নেতা আজম খান তাঁদের ইসলাম গ্রহণে বাধ্য করেছিলেন বলে অভিযোগ (Conversion in Muzaffarnagar)৷

UP 80 people return to hinduism in muzaffarnagar
মুজফফরনগরে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন

By

Published : Dec 12, 2022, 12:29 PM IST

মুজফফরনগর, 12 ডিসেম্বর: মুজফফরনগরে (Muzaffarnagar Conversion Case) 80 জন ইসলাম ত্যাগ করে ফের হিন্দু ধর্মে ফিরে এলেন (People Return to Hinduism)। ধোবি সম্প্রদায়ের এই লোকেরা সবাই রামপুর জেলার বাসিন্দা । তাঁদের অভিযোগ, সমাজবাদী পার্টির নেতা আজম খান তাঁদের ধর্মান্তরিত হতে বাধ্য করেছিলেন ।

যাঁরা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন তাঁরা অভিযোগ করেছেন যে, কয়েক বছর আগে সমাজবাদী পার্টির নেতা আজম খান তাঁদের উপর চাপ সৃষ্টি করেছিলেন । তাঁরই কারণে এঁরা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হন বলে অভিযোগ । রবিবার সন্ধ্যায় রামপুরের বিভিন্ন পরিবারের এই 80 জন ফের হিন্দু ধর্ম গ্রহণ করেছেন (Conversion in Muzaffarnagar)৷

বাঘরা ব্লকের যোগ সাধনা আশ্রমের মহারাজ যশবীর সবার মাথায় গঙ্গাজল ছুঁইয়ে তাঁদের গলায় একটি সুতো পরিয়ে দেন ৷ এরপর গায়ত্রী মন্ত্র উচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে তাঁরা সবাই ইসলাম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন । তাঁরা অভিযোগ করেছেন যে, 12 বছর আগে তাঁদের জোর করে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত করা হয়েছিল এবং ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছিল । আজম খানের লোকজন তাঁদের জমি ও সম্পত্তি আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে ।

তাঁদেরই এক মহিলা যাঁর নাম এতদিন ছিল ইমরানা, তিনি ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নাম হয়েছে কবিতা ৷ তাঁর কথায়, "12 বছর আগে সমাজবাদী পার্টির নেতা আজম খানের লোকজন আমাকে ধর্মান্তরিত করেছিল । সে আমাদের কোনও উপকার করেনি ।" আরেক জন যিনি এতদিন হরজানা নামে পরিচিত ছিলেন, তিনি ধর্মান্তরিত হয়ে নিজের আগের নামে ফিরে এসেছেন ৷ তিনি জানান, আগে তিনি ছিলেন সবিতা । কিন্তু চাপের মুখে তিনি মুসলিম হয়ে যান । তাঁর জমিজমাও কেড়ে নেওয়া হয় । সবিতা বলেন, "সমাজবাদী পার্টির নেতা আজম খানের কারণে লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়েছেন । আমাদের জোর করে মুসলমান করা হয়েছে ।"

আরও পড়ুন:জমিয়ে সংসার করছেন 7 বছর আগে 'নিহত' মহিলা ! খুঁজে বের করলেন দুই 'খুনি'

যিনি এই 80 জনকে ধর্মান্তরিত করে হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন সেই যশবীর মহারাজ বলেন যে, রামপুরের ধোবি সমাজের বহু দলিত পরিবারের 80 জন সদস্যকে হিন্দু ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল । তাঁর অভিযোগ, এ সব লোককে লোভ ও ভয় দেখিয়ে হিন্দু থেকে মুসলমানে পরিণত করা হয়েছিল । তাঁদের সবাইকে নিজ নিজ ধর্ম অনুযায়ী আচারের মাধ্যমে ঘর ওয়াপসির ব্যবস্থা করা হয় । মহারাজ যশবীর জানিয়েছেন যে, এখনও পর্যন্ত তিনি প্রায় 530 জনকে হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details